আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
240 views
in পবিত্রতা (Purity) by (62 points)
আসসালামু আলাইকুম।
https://ifatwa.info/27822/
এই মাসয়ালায় আন্সার দেওয়া হয়েছিলো সিজারিয়ান মায়ের নিফাস নেই। সিজারিয়ান মায়ের কি আসলেই নিফাস নেই? তাহলে যে বাচ্চা হওয়ার পর মায়ের যে ব্লিডিংটা ৪০দিন যাবত হয় সেটা কি নিফাসের আওতায় পড়বে না? ব্লিডিং চলতে থাকাবস্থায় কি তাকে স্বলাত, সিয়াম কন্টিনিউ করতে হবে?

1 Answer

0 votes
by (575,580 points)
জবাব
بسم الله الرحمن الرحيم 


শরীয়তের বিধান হলো, সন্তান ভুমিষ্ঠের পর যেই রক্ত বের হয়,সেটাকে নেফাস বলা হয়,তার সর্বোচ্চ মেয়াদ হল চল্লিশ দিন। 

হাদীস শরীফে এসেছেঃ
  
عَنْ أَنَسٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «وَقَّتَ لِلنُّفَسَاءِ أَرْبَعِينَ يَوْمًا، إِلَّا أَنْ تَرَى الطُّهْرَ قَبْلَ ذَلِكَ

হযরত আনাস রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেফাসওয়ালী মহিলাদের মেয়াদ সাব্যস্ত করেছেন চল্লিশ দিন। তবে যদি এর আগে পবিত্র হয়ে যায়, তাহলে ভিন্ন কথা। [সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-৬৪৯, আলমুজামুল আওসাত, হাদীস নং-৮৩১১, সুনানে দারাকুতনী, হাদীস নং-৮৫২, সুনানে কুবরালিলবায়হাকী, হাদীস নং-১৬১৯]


فى تنوير الابصار: والنفاس لغة : دمن ويخرج عقب ولد، لا حد لاقله، واكثره أربعين يوما (رد المحتار، كتاب الطهارة، باب الحيض-1/496-497)

সারমর্মঃ সন্তান ভুমিষ্ঠের পর যেই রক্ত বের হয়,সেটাকে নেফাস বলা হয়,তার সর্বোচ্চ মেয়াদ হল চল্লিশ দিন। 

আরো জানুনঃ 

★★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
সিজারের মাধ্যমে বাচ্চা প্রসব হওয়ার পর মহিলার জরায়ু দিয়ে ৪০দিন পর্যন্ত যে রক্ত বের হবে,সেটি নেফাসের রক্ত বলে গণ্য হবে।

★কিন্তু যদি রক্ত রেহেম থেকে রক্ত বের না হয়ে অপারেশনের কারণে সৃষ্ট ক্ষত থেকে বের হয় তাহলে নেফাসের রক্ত বলে গণ্য হবে না।  
(কুদুরী :৪৮, খাইরুল ফাতওয়া : ২/৪৬) 

সুতরাং প্রশ্নে উল্লেখিত রক্তটি কোথা থেকে আসছে,সেটা জানতে হবে।
যদি রেহেম থেকেই জরায়ু দিয়ে সেই রক্ত আসে,তাহলে সেটি নেফাস।
সালাত, সিয়াম কন্টিনিউ করা যাবেনা।

★আর যদি রক্ত রেহেম থেকে রক্ত বের না হয়ে অপারেশনের কারণে সৃষ্ট ক্ষত থেকে বের হয়,তাহলে এটিকে ইস্তেহাজা ধরে সালাত সিয়াম কন্টিনিউ করতে হবে। 
সেক্ষেত্রে সেই মহিলার প্রত্যেক মাসের ন্যায় সেই মাসের হায়েজের নির্দিষ্ট দিন ব্যাতিত বাকি দিন গুলো
সালাত সিয়াম কন্টিনিউ করতে হবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (575,580 points)

الدر المختار وحاشية ابن عابدين (1 / 283):

"(هو) لغةً: السيلان. وشرعًا: على القول بأنه من الأحداث: مانعية شرعية بسبب الدم المذكور. وعلى القول بأنه من الأنجاس (دم من رحم) خرج الاستحاضة، ومنه ما تراه صغيرة وآيسة ومشكل (لا لولادة) خرج النفاس.

(قوله: خرج الاستحاضة) أي بناء على أن المراد بالرحم وعاء الولد لا الفرج، خلافا لما في البحر. وخرج دم الرعاف والجراحات وما يخرج من دبرها وإن ندب إمساك زوجها عنها واغتسالها منه، وأما ما يخرج من رحم غير الآدمية كالأرنب والضبع والخفاش، قالوا: ولا يحيض غيرها من الحيوانات نهر، وكان الأولى للمصنف أن يقول رحم امرأة كما في الكنز لإخراج الأخير".

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 83 views
...