বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
https://ifatwa.info/33136/ ফতোয়াতে উল্লেখ করা হয়েছে যে, বিয়ের সাথে তিন তালাককে শর্তযুক্ত করার দ্বারা তিন তালাক শর্তযুক্ত হয়ে গেছে। তাই তাকে আপনার বিয়ে করার পরেই সেই মহিলা আপনার জন্য তিন তালাকপ্রাপ্তা হয়ে যাবে।
তার সাথে ঘরসংসার করা আপনার জন্য কিছুতেই বৈধ হবে না।
,
এখন যদি আপনার তিন তালাকের পর উক্ত মহিলার ইদ্দত তথা তিন হায়েজ অতিক্রম শেষে স্বাভাবিকভাবে অন্য কোথাও বিয়ে হয়,তারপর সেখানে ঘর সংসার করতে থাকে। তারপর সেখান থেকে কোন কারণে তালাকপ্রাপ্তা হয়,তারপর সে ইদ্দত শেষ করে,তাহলেই কেবল প্রথম স্বামী তথা আপনার কাছে ফিরে আসার সুযোগ থাকবে।
,
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ
فَإِن طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُ مِن بَعْدُ حَتَّىٰ تَنكِحَ زَوْجًا غَيْرَهُ ۗ فَإِن طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيْهِمَا أَن يَتَرَاجَعَا إِن ظَنَّا أَن يُقِيمَا حُدُودَ اللَّهِ ۗ وَتِلْكَ حُدُودُ اللَّهِ يُبَيِّنُهَا لِقَوْمٍ يَعْلَمُونَ [٢:٢٣٠]
তারপর যদি সে স্ত্রীকে (তৃতীয়বার) তালাক দেয়া হয়, তবে সে স্ত্রী যে পর্যন্ত তাকে ছাড়া অপর কোন স্বামীর সাথে বিয়ে করে না নেবে,তার জন্য হালাল নয়। অতঃপর যদি দ্বিতীয় স্বামী তালাক দিয়ে দেয়,তাহলে তাদের উভয়ের জন্যই পরস্পরকে পুনরায় বিয়ে করাতে কোন পাপ নেই। যদি আল্লাহর হুকুম বজায় রাখার ইচ্ছা থাকে। আর এই হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা;যারা উপলব্ধি করে তাদের জন্য এসব বর্ণনা করা হয়। [সূরা বাকারা-২৩০]
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
আপনি সেই মেয়েকে বিবাহ করা মাত্র সেই মেয়ে অটোমেটিক তিন তালাক প্রাপ্তা হয়ে যাবে।
আপনি তাকে বিবাহের পর যেই তালাক দেওয়ার কথা প্রশ্নে উল্লেখ করেছেন,সেটির আগেই তিন তালাক তার উপর পতিত হয়ে যাবে।
আপনি তাকে তালাক দেওয়ার বিন্দুমাত্র সময় পাবেননা।
,
তাই এক্ষেত্রে তাকে বিবাহ করা মাত্রই সে তিন তালাক প্রাপ্তা হয়ে যাবে।
★★★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
তবে এর থেকে রক্ষা পাবার একটি পদ্ধতি রয়েছেঃ
“আপনার কোন পরিচিত জন আপনাকে না জানিয়ে আপনার পক্ষ থেকে দুইজন স্বাক্ষ্যির সামনে কনেকে বিয়ের প্রস্তাব দিবে। উক্ত মহিলা সেই বিয়ে কবুল করে নিবে। প্রস্তাবকারী আপনার কাছে এসে বলবে যে, “আমি তোমার বিয়ে ওমুক মেয়ের সাথে এত টাকা মোহরের বিনিময়ে দিয়ে দিলাম, সুতরাং তুমি মোহর হিসেবে কিছু টাকা/গহনা দাও”। তারপর আপনি কোন কথা না বলে কমপক্ষে দু’জন স্বাক্ষীর সামনে চুপচাপ মোহর বাবত কিছু টাকা/গহনা দিয়ে দিবেন। তখন উক্ত মোহর বাবত প্রাপ্ত টাকা/গহনা সদ্য বিবাহিত স্ত্রীর কাছে পৌঁছিয়ে বলবে যে, এটা তোমার স্বামী মোহর বাবত দিয়েছে। এভাবে বিয়ে সম্পন্ন হয়ে যাবে।
তখন আর পূর্বোক্ত কথার দরূন কোন তালাক পতিত হবে না।