উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
শরীয়তের বিধান হলো কোনো বিষয়ে পুরোপুরি জ্ঞান অর্জন করার আগ পর্যন্ত সেই বিষয় নিয়ে কাউকে নিজে থেকে ভন্ড ইত্যাদি বলা যাবেনা।
এই বিষয়ে নিজ থেকে কাহারো সাথে বাহাস মুবাহাসা করা যাবেনা।
বরং এই বিষয় নিয়ে কথা বলবেন শুধুমাত্র হক্কানী উলামায়ে কেরামগন।
,
সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার কাছে যে ব্যাক্তি কোনো ভন্ড আলেমের কথা বলেন,শেয়ার করেন,ইত্যাদি।
তাকে আপনার কোনো জবাব দিতে হবেনা।
আপনি তাকে বলবেন যে এই বিষয়ে আমাকে কিছু না বলে উলামায়ে কেরামদের জিজ্ঞাসা করুন।
উলামায়ে কেরামগনই এর জবাব দিবেন,ইনশাআল্লাহ
পবিত্র কুরআন শরিফে আল্লাহ তায়ালা বলেনঃ
”وَلَا تَقْفُ مَا لَیْسَ لَکَ بِھِ عِلْمٌ إِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ کُلُّ أُولَئِکَ کَانَ عَنْہُ مَسْئُولًا“
(سورۃ بنی اسرائیل پارہ:۱۵ آیت۳۶)
যেই বিষয়ে তোমাদের জ্ঞান নেই,সেই বিষয়ের পিছনে তোমরা পড়িওনা।
নিশ্চয়ই,,,,,, সবকিছুর সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে।
অন্যত্রে এসেছে
فاسْئَلُوْآ اَہْلَ الذِّکْرِ اِنْ کُنْتُمْ لَا تَعْلَمُوْنَ}
[النحل: ۴۳]
যদি তোমরা না জানো,তাহলে উলামায়ে কেরামদের থেকে জেনে নাও।
,
★সুতরাং আপনি তাকে উলামায়ে কেরামদের শরনাপন্ন হতে বলবেন।