আসসালামু আলাইকুম
আমার একটি ইসলামী ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট আছে ত সেখান থেকে আমাকে বছরের শেষে কিছু টাকা অতিরিক্ত দেয় যদিও তারা দাবি করে এটা সুদ না কিন্তু আমি এ টাকাটা দান করে দিতে চাই ।।আমার প্রশ্ন হলো যে টাকাটা অতিরিক্ত জমা হয়েছে সে টাকাই দিতে হবে।না তার সমপরিমান টাকা আমার পকেট থেকে দিলে হবে??এবংং এই টাকা কাদের দেয়া যাবে?