আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
206 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (47 points)
আসসালামু আলাইকুম শাইখ,


আমি অনলাইনে বিজনেস করি গাছ-পালার। এখন প্রশন গুলো হচ্ছে-


১/ এডভান্স পেমেন্ট নেওয়া কি যাবে?


২/ কুরিয়ার খরচ কি বেশি রাখা যাবে প্যাকিং এর জন্য?


৩/ সুন্দরবন কুরিয়ারে খামে করে বীজ/ গাছ পাঠানো নিষেধ। এমতাবস্থায় ছোট গাছ/ বীজ কি আমি পাঠাতে পারব যদি দোকানদার নেয়? কারণ এতে কম দামে গাছ সেল করা যায় কাস্টোমাররাও বেশি কুরিয়ার চার্জ দিতে চায় না। তাই এভাবে পাঠালে নেয়। এখন আমার কি খামে পাঠানো জায়েয হবে? সুন্দরবন এর নীতিমালায় এটি নিষেধ।
৪/ আমার পরিস্থিতি হচ্ছে,  আমাকে পরিবার থেকে নির্দিষ্ট হাতখরচ দেয় না। আমার আব্বু কোনো খরচ ই দিতে চায় না। যদিও ওনার অনেক টাকা। আম্মির কাছে বার বার চেয়ে নিতে ও খারাপ লাগে। কারণ উনিই আমার মাদ্রাসার খরচ চালান।  অনলাইনে ইনকাম করে টুকটাক বই ও নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারি।  আলহামদুলিল্লাহ।  আমার কি কাজ টা ঠিক হচ্ছে? এখানে ছেলেদের সাথে চ্যাটিং করতে হয় গাছ বিক্রি করার জন্য। শুধু কাসটমার হিসেবে। আমি যথেষ্ট strictly maintain করি।

৫/ অনলাইনে এক বোনের মাধ্যমে একটা কাজ পাই শুধু লিংকে ঢুকে রেফার করা, এতে ২০ টাকা করে পাই। খুব সহজ। এখন কথা হচ্ছে এপ গুলা গেমসের এপ এবং বিদেশি যা আমরা রেফার করি। এটা কি জায়েজ??

1 Answer

0 votes
by (59,970 points)

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ

আল্লাহ তা'আলা বলেন,

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا أَمْوَالَكُم بَيْنَكُم بِالْبَاطِلِ إِلَّا أَن تَكُونَ تِجَارَةً عَن تَرَاضٍ مِّنكُمْ ۚ وَلَا تَقْتُلُوا أَنفُسَكُمْ ۚ إِنَّ اللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًا

হে ঈমানদারগণ! তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ। আর তোমরা নিজেদের কাউকে হত্যা করো না। নিঃসন্দেহে আল্লাহ তা’আলা তোমাদের প্রতি দয়ালু। (সূরা নিসা : ২৯)

 

আল্লাহ তা'আলা বলেন,

وَلَا تَأْكُلُوا أَمْوَالَكُم بَيْنَكُم بِالْبَاطِلِ وَتُدْلُوا بِهَا إِلَى الْحُكَّامِ لِتَأْكُلُوا فَرِيقًا مِّنْ أَمْوَالِ النَّاسِ بِالْإِثْمِ وَأَنتُمْ تَعْلَمُونَ

তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভোগ করো না। এবং জনগণের সম্পদের কিয়দংশ জেনে-শুনে পাপ পন্থায় আত্নসাৎ করার উদ্দেশে শাসন কতৃপক্ষের হাতেও তুলে দিও না। (সূরা বাকারাআয়াত নং- ১৮৮)

 আল্লাহ তা'আলা ব্যবসাকে হালাল করেছেন। তিনি বলেন,

اَلَّذِیْنَ یَاْكُلُوْنَ الرِّبٰوا لَا یَقُوْمُوْنَ اِلَّا كَمَا یَقُوْمُ الَّذِیْ یَتَخَبَّطُهُ الشَّیْطٰنُ مِنَ الْمَسِّ ذٰلِكَ بِاَنَّهُمْ قَالُوْۤا اِنَّمَا الْبَیْعُ مِثْلُ الرِّبٰوا ۘ وَ اَحَلَّ اللهُ الْبَیْعَ وَ حَرَّمَ الرِّبٰوا  فَمَنْ جَآءَهٗ مَوْعِظَةٌ مِّنْ رَّبِّهٖ فَانْتَهٰی فَلَهٗ مَا سَلَفَ  وَ اَمْرُهٗۤ اِلَی اللهِ  وَ مَنْ عَادَ فَاُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ هُمْ فِیْهَا خٰلِدُوْنَ.

যারা সুদ খায় তারা (কিয়ামতের দিন) সেই ব্যক্তির মতো দাঁড়াবেযাকে শয়তান স্পর্শ দ্বারা পাগল করে এটা এজন্য যেতারা বলেক্রয়-বিক্রয় তো সুদের মতোই। অথচ আল্লাহ ক্রয়-বিক্রয়কে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম। যার নিকট তার প্রতিপালকের উপদেশ এসেছে এবং সে বিরত হয়েছেতবে অতীতে যা হয়েছে তা তারই। আর তার ব্যাপার আল্লাহর এখতিয়ারে। আর যারা পুনরায় করবে তারাই জাহান্নামের অধিবাসী হবে। সেখানে তারা হবে চিরস্থায়ী। (সূরা বাকারা (২) : ২৭৫)

 

  আল্লাহ তায়ালা বলেন-

وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ

সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (সূরা মায়েদা: ২)


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী বোন!

 


. হ্যাঁ, এডভান্স পেমেন্ট নেওয়া জায়েজ হবে।

২. কুরিয়ার খরচ বেশী রাখা যাবে না। তবে কুরিয়ার ও প্যাকিং খরচ একসাথে রাখতে পারবেন। তবে বলতে হবে যে, কুরিয়ার ও প্যাকিং খরচ একসাথে এতটাকা রাখা হয়েছে।

৩. যেহেতু সুন্দরবন এর নীতিমালায় এটি নিষেধ। তাই ভাবে খামে তাদেরকে ধোঁকা দিয়ে ছোট গাছ বা বীজ পাঠানো যাবে না। প্রয়োজনে অন্য কুরিয়ারে পাঠাতে পারেন। তবে এভাবে পাঠিয়ে বেচা কেনা করলে তা হালাল হবে। তবে সুন্দরবন কুরিয়ারকে ধোঁকা দেওয়ার গুনাহ হবে।

৪. ফিতনার আশংকা না থাকলে ছেলেদের সাথে গাছের চারা বা বীজ বিক্রি করার জন্য চ্যাটিং করতে পারবেন। তবে প্রয়োজনের অতিরিক্ত কোন চ্যাটিং করা ঠিক হবে না।

. হালাল এপের রেফার করে টাকা ইনকাম করা জায়েজ তবে হারাম এপের রেফার করা যাবে না তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে গেমস ও কোনো হারাম এপের রেফার করা আপনার জন্য জায়েজ হবে না


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)
by (47 points)
গেমসের এপ কি হারাম?
by (59,970 points)
গেমস খেলার মাধ্যমে সময় অপচয় হয়৷ তা ছাড়া অনেক গেমসে অশ্লীলতা, মারা মারি ইত্যাদি রয়েছে৷ গান বাজনা, মিউজিক রয়েছে৷ আর তা হারাম৷

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...