আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
665 views
in সালাত(Prayer) by
আসসালামু আলাইকুম।
আমার বাসার আশে পাশে অনেক মসজিদ হওয়াতে আজানের সময় অনেক আজান একত্রে শুনা যায়। সর্বাধিক কাছের মসজিদের আজানের জবাব আমি দিয়ে থাকি। এখন এই প্রসঙ্গে আমার প্রশ্নগুলো হলো-
১। সব থেকে কাছের মসজিদের আজান এর জবাব দেওয়ার পর যখন আজানের দুয়া এবং অন্যান্য ইহ-পরকালীন কল্যানের দুয়া করতে থাকি, তখন যদি অন্যান্য মসজিদে আজান চলতে থাকে, আর সেগুলোর আওয়াজও যথেষ্ট জোরালো হয়, সেক্ষেত্রে কি আমি ওইসব আজান চলাকালীন দুয়া কাল পড়তে থাকতে পারবো? নাকি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিৎ?
২। একই ভাবে, কাছের মসজিদের আজানের জবাব সম্পূর্ণ হবার সাথে সাথে যদি নামাজে দাঁড়াই, আর তখন অন্যান্য আজান চলতে থাকে, তো সেই সব আজান চলাকালীন নামাজে দাঁড়িয়ে গেলে কোন সমস্যা আছে কি??
৩। কখনো যদি ওয়াক্ত হবার সাথে নামাজে দাঁড়িয়ে যাই, আর আমার নামাজের সালাম ফিরানোর কিছু আগে নিকটবর্তী মসজিদের আজান শুরু হয়, আর আমি সালাম ফিরানোর পর আজানের শেষ বাক্যগুলো পাই, তখন কি আমি শুধু ওই শেষ বাক্যগুলোর জবাব দেবো? নাকি আগের যেগুলো নামাজে থাকতেই গত হয়ে গেছে সেগুলো আগে বলে নিয়ে তারপর শেষ অংশ জবাব দেবো?
৪। নামাজের সালাম ফিরিয়ে মাসনুন দুয়া করতে থাকি, আর তখন যদি আজান শুরু হয় কোথাও, তাহলে কি দুয়া পড়া আজান শেষ হওয়া পর্যন্ত বন্ধ রাখবো? পড়তে থাকলে কি সমস্যা হবে?
৫। আজানের কিছু বাক্য যদি অন্যমনষ্কতার কারণে জবাব দিতে না পারি, আর ততক্ষণে বেশ কয়টি বাক্য পার হয়ে যায়, সেক্ষেত্রে কি আগের সব জবাব দিয়ে নিয়ে তারপর শেষ গুলো জবাব দেবো?
 
জানিয়ে উপকৃত করবেন দয়া করে।
জাযাকাল্লাহু খাইরান।

1 Answer

0 votes
by (575 points)

ওআলাইকুম ওয়াস্সালাম।
১. ২ .৪ — আপনার কাছের মসজিদ; যে মসজিদে আপনারা পাচঁ ওয়াক্ত নামায আদায় করেন, সেই মসজিদের সাথে আপনার প্রশ্নে উল্লেখিত যাবতীয় আমাল সম্পর্কিত হবে।অতএব অন্য মসজিদের আযানের সাথে আপনি আপনার আমালকে কন্টিনিও করতে পারবেন।কোন সমস্যা নেই।
৩.৫— যতটুকু পাবেন ততটুকুরই জবাব দিবেন। জাযাকাল্লাহ
আরিফুল ইসলাম
ফিক্বহ ও ফাতওয়া ডি. আই ও এম।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...