উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
শরীয়তের বিধান হলো মোহরানা বিবাহের সময় যদি ঠিক করা হয়,তাহলে সেটাই নির্দিষ্ট থাকে,নতুন করে আবার মোহরানা ধার্য করা যায়না।
দেনমোহর বিয়ের আকদের পর সহবাসের পূর্বে প্রদান করাই উত্তম। তবে যদি স্ত্রী দেনমোহর প্রদান করা ছাড়াই বা পুরোপুরি প্রদানের আগেই সহবাসের অনুমতি প্রদান করে তাহলে কোন সমস্যা নেই। বাকি স্ত্রী দেনমোহর প্রদান করা ছাড়া প্রথম সহবাসের পূর্বে বাঁধা প্রদান করতে পারবে।
,
কিন্তু একবার সহবাস হয়ে গেলে আর বাঁধা দিতে পারবে না। কিন্তু স্বামীর জিম্মায় দেনমোহর আদায় না করলে তা ঋণ হিসেবে বাকি থেকে যাবে।
স্ত্রী যদি উক্ত দেনমোহর মাফ না করে, আর স্বামীও তা পরিশোধ না করে, তাহলে কিয়ামতের ময়দানে স্বামীর অপরাধী সাব্যস্ত হবে। তাই দেনমোহরের টাকা পরিশোধ করে দেয়া জরুরী।
وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً ۚ فَإِن طِبْنَ لَكُمْ عَن شَيْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوهُ هَنِيئًا مَّرِيئًا [٤:٤]
আর তোমরা স্ত্রীদেরকে তাদের মোহর দিয়ে দাও খুশীমনে। তারা যদি খুশী হয়ে তা থেকে অংশ ছেড়ে দেয়, তবে তা তোমরা স্বাচ্ছন্দ্যে ভোগ কর। [সূরা নিসা-৪]
فَمَا اسْتَمْتَعْتُم بِهِ مِنْهُنَّ فَآتُوهُنَّ أُجُورَهُنَّ فَرِيضَةً ۚ وَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا تَرَاضَيْتُم بِهِ مِن بَعْدِ الْفَرِيضَةِ ۚ إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًا [٤:٢٤]
অনন্তর তাদের মধ্যে যাকে তোমরা গ্রহণ করবে,তাকে তার নির্ধারিত হক দান কর। তোমাদের কোন গোনাহ হবে না যদি নির্ধারণের পর তোমরা পরস্পরে সম্মত হও। নিশ্চয় আল্লাহ সুবিজ্ঞ, রহস্যবিদ। [সূরা নিসা-২৪]
وَالْمُحْصَنَاتُ مِنَ الْمُؤْمِنَاتِ وَالْمُحْصَنَاتُ مِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِن قَبْلِكُمْ إِذَا آتَيْتُمُوهُنَّ أُجُورَهُنَّ [٥:٥]
তোমাদের জন্যে হালাল সতী-সাধ্বী মুসলমান নারী এবং তাদের সতী-সাধ্বী নারী, যাদেরকে কিতাব দেয়া হয়েছে তোমাদের পূর্বে, যখন তোমরা তাদেরকে মোহরানা প্রদান কর। [সূরা মায়িদা-৫]
وَلَا جُنَاحَ عَلَيْكُمْ أَن تَنكِحُوهُنَّ إِذَا آتَيْتُمُوهُنَّ أُجُورَهُنَّ [٦٠:١٠]
তোমরা, এই নারীদেরকে প্রাপ্য মোহরানা দিয়ে বিবাহ করলে তোমাদের অপরাধ হবে না। [সূরা মুমতাহিনা-১০]
,
★★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার ভাইকে তার স্ত্রী দেন মোহর মাফ না করে দেয়,বা কমিয়ে না দেয়,তাহলে আপনার ভাইকে পুরো ৫ লাখ টাকা দিতে হবে।
নতুন করে কাবিন করার কোনো সুযোগ নাই।
মোহরানা পরিশোধ না করেই যেহেতু তার স্ত্রী মেনে নিয়ে তার সাথে সহবাস করেছে,সুতরাং তার স্ত্রী তাকে আর নিষেধও করতে পারবেনা।
তাদের ঘর সংসার পুরোপুরি ভাবে বৈধ, এতে কোনো সমস্যা নেই।
,
সময় সুযোগ মোতাবেক স্ত্রীকে মোহরানার টাকা দিয়ে দিবে।
অথবা স্ত্রী যদি নিজ থেকে তা কমিয়ে বা মাফ করে দেয়,তাহলে সেটা ভিন্ন কথা।
★আর যদি স্ত্রী তা কমিয়ে বা মাফ করে না দেয়,
আপনার ভাই তার স্ত্রীর কাছে ঋনি হয়ে থাকবে।
দুনিয়াতে যদি মোহরানা শোধ না করে,তাহলে আখেরাতে এর জন্য কঠিন জবাবদিহিতার সম্মুখীন হতে হবে।