كان النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يتعامل مع اليهود بالبيع و الشراء ، ويقبل منهم الهدية مع أنهم يتعاملون بالربا .
ومع ذلك قَبِل النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هديّتهم . قَبِل هدية المرأة التي أهدت الشاة بخيبر
সারমর্মঃ
রাসুলুল্লাহ সাঃ ইহুদিদের থেকে ক্রয় বিক্রয় করতেন,তাদের থেকে হাদীয়া গ্রহন করতেন।
তাদের সুদী কার্যক্রমে জড়িত হওয়া সত্ত্বেও।
তাদের হারাম মুয়ামালায় অন্তর্ভুক্তি থাকা সত্ত্বেও তাদের থেকে হাদীয়া গ্রহন করেছেন।
খয়বারে রাসুলুল্লাহ সাঃ এক মহিলার বকরি হাদীয়া হিসেবে গ্রহন করেছিলেন।
★★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
রাসুলুল্লাহ সাঃ ইহুদিদের সুদী কার্যক্রমে জড়িত হওয়া সত্ত্বেও তাদের সাথে ক্রয় বিক্রয় করতেন,তাদের থেকে হাদীয়া গ্রহন করতেন।
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ
فَبِظُلۡمٍ مِّنَ الَّذِیۡنَ ہَادُوۡا حَرَّمۡنَا عَلَیۡہِمۡ طَیِّبٰتٍ اُحِلَّتۡ لَہُمۡ وَ بِصَدِّہِمۡ عَنۡ سَبِیۡلِ اللّٰہِ کَثِیۡرًا ﴿۱۶۰﴾ۙ
সুতরাং ভাল ভাল যা ইয়াহুদীদের জন্য হালাল ছিল আমরা তা তাদের জন্য হারাম করেছিলাম তাদের যুলুমের জন্য এবং আল্লাহর পথ থেকে অনেককে বাধা দেয়ার জন্য।
(সুরা নিসা ১৬০)
وَّ اَخۡذِہِمُ الرِّبٰوا وَ قَدۡ نُہُوۡا عَنۡہُ وَ اَکۡلِہِمۡ اَمۡوَالَ النَّاسِ بِالۡبَاطِلِ ؕ وَ اَعۡتَدۡنَا لِلۡکٰفِرِیۡنَ مِنۡہُمۡ عَذَابًا اَلِیۡمًا ﴿۱۶۱﴾
আর তাদের সূদ গ্রহণের কারণে, অথচ তা থেকে তাদেরকে নিষেধ করা হয়েছিল; এবং অন্যায়ভাবে মানুষের ধন-সম্পদ গ্রাস করার কারণে। আর আমরা তাদের মধ্য হতে কাফিরদের জন্য কষ্টদায়ক শাস্তি প্রস্তুত করেছি।
(সুরা নিসা ১৬১)
★সুতরাং এ থেকে প্রতিয়মান হয় যে হারাম টাকা দিয়ে ঋন শোধ করা হলে সেই টাকা তার গ্রহন জায়েজ হবে।
এতে ঋন শোধ হবে,তবে সেই পরিমান টাকা ছওয়াবের নিয়ত ছাড়া গরিব মিসকিনকে দান করে দিতে হবে।