ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
(১)
জেনারেল লাইন ছেড়ে দিয়ে শুধুমাত্র মাদরাসায় লিখাপড়ার পরামর্শ এই মুহূর্তে আমরা দিচ্ছি না।বরং আমরা বলবো যে, দ্বীন ইসলাম ও দেশের স্বার্থকে সামনে রেখে আপনি জেনারেল লাইনের শিক্ষাকে চালিয়ে একটা সীমানায় গিয়ে পৌছবেন।এবং পাশাপাশি আপনি পার্ট টাইম মাদরাসায় পড়ার চেষ্টা করবেন।জেনারেল লাইনের শিক্ষাকে সমাপ্ত করে প্রয়োজনে আপনি মহিলার মাদরাসার ইংলিশ বিভাগের শিক্ষিকা হবেন।
(২)
নিরাপত্তার স্বার্থে নাক,কান,চুল,গলা পরিদর্শন করতে পুরুষের জন্য পুরুষ এবং মহিলার জন্য মহিলাকে নিয়োগ দেয়া যেতে পারতো।কিন্তু আমাদের -মুসলিম সংখ্যাগরিষ্ঠ-দেশের সরকার সেই পদক্ষেপ নিচ্ছেনা।ভবিষ্যতে নিবে কি না তার ও কোনো নিশ্চয়তা নেই।
এরকম হাজারও বিষয় রয়েছে,সামান্য সচেতনতা প্রদর্শনের মাধ্যমে সরকার শরীয়তের সাথে সমতা রেখেই আইন বাস্তবায়ন করতে পারত।কিন্তু নীতিনির্ধারক গণের অধিকাংশ শরীয়ত সম্পর্কে বেখবর,বা অমুসলিম থাকার কারণে সেগুলো অদ্য বাস্তবায়ন হচ্ছে না।
টাকা রোজীর জন্য নয় বরং ইসলাম ও মুসলমানদের স্বার্থে জাগতিক শিক্ষায় যোগদানকারী বোনদের জন্য এ রুখসত সাময়িকভাবে দেয়া যেতে পারে।হ্যা এ রুখসত জরুরত পর্যন্তই সীমাবদ্ধ থাকবে।তবে যদি তা নিশ্চিত কোনো ফিতনার কারণ হয়ে দাড়ানোর আশংকা হয়ে দাড়ায়, তাহলে এমতাবস্থায় এ শিক্ষা বিসর্জনই কাম্য।
সহশিক্ষা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/434
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
জ্বী, আপনি মুখ খোলা রাখতে পারবেন।