ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
আপনি নিয়ত বিশুদ্ধ রাখেন।এখলাছে নিয়ত তথা আপনার নিয়ত হোক আল্লাহকে রাজি ও খুশি করা।তাহলে, আপনি আখেরাতেও সওয়াব প্রাপ্ত হবেন।দুনিয়াতে যা পাবেন বা পেয়েছেন, এগুলো আপনার আখেরাতের সওয়াবের প্রতিবন্ধক হবে না।
আল্লাহ তা'আলা বলেন,
وَمِنْهُم مَّن يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
আর তাদের মধ্যে কেউ বলে- হে পরওয়ারদেগার! আমাদিগকে দুনয়াতেও কল্যাণ দান কর এবং আখেরাতেও কল্যাণ কর এবং আমাদিগকে দুখের আযাব থেকে কর।
এবং কিছু লোক আছে যারা বলে: "হে আমাদের পালনকর্তা! আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন এবং পরকালেও কল্যাণ দিন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন!"
أُولَـٰئِكَ لَهُمْ نَصِيبٌ مِّمَّا كَسَبُوا ۚ وَاللَّهُ سَرِيعُ الْحِسَابِ
সমীকরণের জন্য অংশ রয়েছে উপার্জিত অধিকারের। আর আল্লাহ দ্রুত গ্রহণকারী।(সূরা বাকারা-২০১-২০২)
আখেরাতে চাওয়ার সাথে সাথে দুনিয়াতেও কিছু চাওয়া নিন্দনীয় নয়। হ্যা, শুধুমাত্র দুনিয়াতে কিছু চাওয়া অবশ্যই নিন্দনীয়।