بسم الله الرحمن الرحيم
জবাব,
নাপাকী ধুতে গিয়ে বা
ইস্তিঞ্জা করতে গিয়ে হাত ব্যবহার করার প্রয়োজন হলে বাম হাত করতে হবে। কেননা, ডান হাত দিয়ে লজ্জাস্থান স্পর্শ করা মাকরূহ। আয়েশা রাযি. বলেন,
كَانَتْ يَدُ رَسُولِ اللهِ ﷺ الْيُمْنَى لِطُهُورِهِ،
وَطَعَامِهِ وَكَانَتْ يَدُهُ الْيُسْرَى لِخَلَائِهِ، وَمَا كَانَ مِنْ أَذًى
রাসূলুল্লাহ ﷺ-এর ডান হাত ছিল পবিত্রতা অর্জন ও খাদ্য
গ্রহণের জন্য। আর তাঁর বাম হাত ছিল শৌচ ও অন্যান্য নিকৃষ্ট বা কষ্টদায়ক কাজের জন্য।
(আবু দাউদ ৩১)
কায়েশ বিন তালক তার পিতা থেকে বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূল সাঃ কে জিজ্ঞাসা করে যে, যে ব্যক্তি তার গোপনাঙ্গ স্পর্শ করেছে সে কি অজু করবে? রাসূল সাঃ বললেন,
এটিতো তোমার একটি অঙ্গ
বা বলেছেন তোমার শরীরের একটি অঙ্গ। [তাই এটি ধরলে অজু ভাঙ্গবে কেন?] {মুসনাদে আহমাদ, হাদীস নং-১৬২৮৬}
‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম যে কোনো ব্যক্তিকে ডান হাত দ্বারা নিজের লজ্জাস্থান স্পর্শ করতে
নিষেধ করেছেন।’ (বুখারি, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ভালো ও নেক কাজে ডান দিক ও ডান হাতকে প্রাধান্য দেওয়া সুন্নাত
। বিধায় নিজের কিংবা স্ত্রীর লজ্জাস্থানে ডান হাত দেওয়া মাকরুহ।