আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকা'তুহ।
হাদীসে আছে--- "হাসির ছলেও যাতে মিথ্যা না বলে"।
★তাহলে,,,,,স্বামী-স্ত্রী সম্পর্কের বা বিভিন্ন বিষয়ে অনেকে বিনোদনমূলক বিভিন্ন মিমস বা ছোটগল্প বানায়,,,,,,,,,যেগুলোকে হালাল বিনোদন বলে। কিন্তু,,,এসব তো বাস্তবে ঘটেনি।দুইটা উদাহরণ দিচ্ছি ;যেমন ঃ
১। "বিবিঃ আমার আত্মীয়স্বজনকে তুমি মোটেও পছন্দ করো না।
মিয়াঃ উঁহু, আমি তো তোমার শাশুড়িকে, আমার শাশুড়ির চেয়ে বেশি পছন্দ করি।"
২।বিবিঃ সারাদিন শুধু গবেষণা আর গবেষণা। একটু বিবির দিকে নজর দিতে পার না? দেখো না, সারাদিন চাঁদের মতো কতবার তোমার তোমার চারপাশ প্রদক্ষিণ করি!
পদার্থবিদ মিয়াঃ তুমি সত্যি সত্যি আমার আকাশে চাঁদ হতে চাও?
বিবি খুশিতে গদগদ হয়ে বলল: জ্বি চাই।
(অ)পদার্থবিদ মিয়াঃ তাহলে আমার থেকে ৩৮৪,৪০০ কিলোমিটার দূরে থাকবে।
--- এগুলো কি মিথ্যা বলা হবে?
★এছাড়া, অনেক গ্রুপে বিভিন্ন দাওয়াতি মেসেজ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য,, অনেকরকম কাল্পনিক গল্প লিখা হয়, যা বাস্তবে ঘটেনি,, এসব কি মিথ্যা বলা হবে?
★অনেক বইয়ে বিভিন্ন ধরনের গল্প লিখা হয়,,,, যা কাল্পনিক, কখনো ঘটেনি,,,,,এসবও কি মিথ্যা বলা হবে?