আসসালমুআলাইকুম।কেমন আছেন?। আমি ড্রপ শিপিং করতে চাচ্ছি।মানে আমার কাছে কোনো পণ্য নেই, আমি পাইকার এর থেকে তার পণ্যের ছবি অনলাইনে দিবো, পাইকার যেই টাকায় বিক্রি করে,তার থেকে বেশি টাকায় আমি অনলাইনে দিবো,কেউ যদি পণ্য নিতে চায় তাহলে আমি পাইকার এর কাছে ওই পণ্য তো অর্ডার করবো,পাইকার ওই ব্যক্তির ঠিকানায় পণ্য পাঠিয়ে দিবে।মাজ থেকে আমি বেশি যেই টাকা তো বিক্রি করবো সেটাই আমার লাভ।এই কাজ টা কি হালাল হবে? নাকি হারাম হবে?