আজ বাজার থেকে একটি চেয়ার কিনে আনলাম। কিনার সময় খেয়াল করি নাই।
বাড়িতে আনার পর। আমি ওই চেয়ারে বসলাম। তখন ও খেয়াল করি নাই।
কিন্তু রাতে খেয়াল করলাম যে,, ওই চেয়ারের পিছনের দিক দিয়ে লিখা যে,
লিখাটি হচ্ছে "MUHAMMAD.Plastic"
আমাদের নাবী (সাঃ) এর নাম মোবারকের সাথে মিল রেখে ওউ কোম্পানির নাম।
(লিখা কিভাবে লিখা এবং বসলে কিভাবে পড়ে যায় একটূ নিচে ব্যাখ্যা দিচ্ছি)--
ওই চেয়ারের যখন বসবো, তখন---
১
ওই চেয়ারের পিছনের দিকে ----
২
কিন্তু কোমরের নিচের দিকে
৩
পাছার নিচেও না, তবে পাছার উপরের দিক দিয়ে কাছাকাছি ভাবে ওই পবিত্র লিখা শারীফ পড়ে যায়।
এখন এই পবিত্র নাম --
আমি যখন চেয়ারে বসবো তখন আমার কোমরের নিচে এবং পাছার কাছাকাছি ভাবে পড়ে যায়।
প্রশ্ন ১): তাহলে কি উক্ত চেয়ারে আমার বসা জায়েজ হবে কি?
বি:দ্র:
স্টিকার থাকলে ছিড়ে ফেলতাম ইনশাআল্লহ্। কিন্তু তা একদম প্লাস্টিক দিয়ে গাঢ়-ভাবে লিখা। যা ব্লেড দিয়ে কাটা ব্যতীত তুলা অসম্ভব।
(লিখা চেয়ারের পিছন দিকে, কোমরের নিচে,পাছার নিচে না,,কিন্তু প্রায় কাছাকাছি)
প্রশ্ন ২): আমি কি ব্লেড দিয়ে ওই নাম শারীফ তুলে ফেলবো?
প্রশ্ন ৩): যদি আমি ব্লেড দিয়ে না, তুলি তাহলে ওইভাবেই বসা জায়েজ হবে ক