আসসালামুলাইকুম শায়খ।
আমি মেসে থাকি।আমার রুমে আরও একজন থাকে।
1)এখন পত্যেক বার আমার রুমে প্রবেশ করার সময় কী আমার অনুমতি নিতে হবে?
2)রুম যদি খোলা থাকে তাহলেও কী অনুমতি নিতে হবে?
3)যদি অনুমতি না নিয়ে রুমে প্রবেশ করি এবং রুমে কাজ করি যেমন:(পড়ালেখা,খাবার খাওয়া )।তাহলে,অনুমতি না নিয়ে প্রবেশ করার জন্য কী কাজগুলো হারাম হবে?