জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যেখানে সেখানে আল্লাহর নাম,রাসুলুল্লাহ সাঃ এর নাম লেখা ঠিক নয়।
,
আল্লাহর নাম,রাসুলুল্লাহ সাঃ এর নাম লিখিত কাগজের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা চাই।
,
হযরত ওমর ইবনে
আবদুল আযীয রাহ. দেয়ালে “বিসমিল্লাহ” লেখার কারণে স্বীয় পুত্রকে প্রহার করেছেন। অনুরূপ আরেকটি বর্ণনা বিশিষ্ট তাবেয়ী হযরত ইবরাহীম নাখায়ী রাহ. সম্পর্কেও উদ্ধৃত হয়েছে। (মুসান্নাফ ইবনে আবী শাইবা/৪৬২৩, ৪৬২২)
,
★★প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার জন্য করনীয় ছিলো উক্ত কাগজের সম্মান বজায় থাকে,এমন স্থানে সেটি রেখে দেওয়া।
সেটি কোনো বই/খাতার ভিতরে হেফাজতে রাখতে পারেন।
চাইলে উঁচু কোনো স্থানে রাখতে পারেন।
চাইলে সেটি মানুষ চলাচল করেনা,এমন স্থানে পুতে রাখতে পারেন।
চাইলে নদিতে রেখে আসতে পারেন।