بسم الله الرحمن الرحيم
জবাব,
https://www.ifatwa.info/700 নং ফাতাওয়ায় আমরা
বলেছি যে, ট্যাক্স সম্পর্কে চার মাযহাব সম্বলীত সর্ব বৃহৎ ফেক্বাহী
গ্রন্থ "আল-মাওসু'আতুল ফেক্বহিয়্যায় " (৩৫/১৪) এভাবে বর্ণিত রয়েছে যে,
ذَهَبَ الْفُقَهَاءُ إِلَى أَنَّ لِلإِْمَامِ فَرْض
َضَرَائِبَ عَلَى الْقَادِرِينَ لِوُجُوهِ الْمَصَالِحِ الْعَامَّةِ وَلِسَدِّ
حَاجَاتِ الْمُسْلِمِينَ
قَال القرطبي: اتَّفَقَ الْعُلَمَاءُ عَلَى أَنَّهُ
إِذَا نَزَلَتْ بِالْمُسْلِمِينَ حَاجَةٌ بَعْدَ أَدَاءِ الزَّكَاةِ فَإِنَّهُ
يَجِبُ صَرْفُ الْمَال إِلَيْهَا
(١) .(١) القرطبي ٢ / ٢٤٢، وابن عابدين ٢ /
٥٧.
الموسوعة الفقهية الكويتية ٣٥/١٤
ভাবার্থঃ মহামান্য ফুকাহায়ে কেরাম মনে করেন যে, সরকার জনসাধারণের
সেবা ও বিভিন্ন প্রয়োজন মিটাতে উপার্জন সক্ষম নাগরিকদের উপর ট্যাক্স অত্যাবশ্যকীয় করতে
পারবে,বৈধ রয়েছে।
ইমাম কুরতুবী রাহ উদ্ধৃতিতে বলা হয় যে, তিনি বলেন,সম্পদশালী নাগরিকগণ যাকাত প্রদাণের পরও মুসলিম জনসাধারণের আর্থিক ঘাটতি দেখা
দিলে সরকার কর্তৃক নির্ধারিত ট্যাক্স প্রদান
করা তাদের উপর ওয়াজিব।(তাফসীরে কুরতুবী-২/২৪২,রদ্দুল মুহতার-ইবনে
আবেদিন;২/৫৭)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ট্যাক্স আদায় করতে হবে আপনার বৈধ সম্পদ থেকে । যেহেতু সুদের
টাকার মালিক আপনি নন বিধায় উক্ত সুদের টাকা থেকে ট্যাক্স কেটে নেওয়া বৈধ হবে না। এবিষয়ে আরো বিস্তারিত জানতে ভিজিট
করুন: https://www.ifatwa.info/700