بسم الله الرحمن الرحيم
জবাব,
আল্লাহর রাসুল (সাঃ) পুরুষদেরকে সম্পূর্ণ এক রঙের লাল ও হলুদ
পোষাক পরিধান করতে নিষেধ করেছেন। উমর (রাদিঃ) বলেছেনঃ
রাসুলুল্লাহ (সাঃ) আমাদেরকে লাল রঙের পোষাক পরতে নিষেধ করেছেন।
(মুসনাদে আহমাদ, ইবনে মাজাহঃ ৩৫৯১)
অন্য এক হাদিসে এসেছে যে,
"এক লোকের দুইটা লাল পোষাক পরা ছিলো;
আর সে রাসুলুল্লাহ (সাঃ)-কে সালাম দিলো। রাসুলুল্লাহ (সাঃ) তার সালামের
জবাব দিলেন না।" (আবু দাউদ, তিরমিযী। হাদীসটি হাসান সহীহ)
তবে, অন্য হাদীস দ্বারা প্রমানিত হয় যে, শুধু
এক রঙের লাল না হয়ে লালের মাঝে যদি অন্য রঙের স্ট্রাইপ/চেক থাকে তাহলে সেটা পরিধান
জায়েজ আছে। যেমন,"রাসুলুল্লাহ (সাঃ) ইয়েমেনি লাল হুল্লাহ
পরেছেন।"(বুখারীঃ ৫৪০০)
***ইবনুল কাইয়্যিম (রহিঃ); যা'আদ আল-মা'আদ।
রাসুলুল্লাহ (সাঃ) আলী (রাদিঃ)-কে দুইটি হলুদ রঙের কাপড় পরা
অবস্থায় দেখলেন।
তিনি তখন বললেনঃ এই রঙ কাফেরদের জন্য, এই রঙের পোষাক পরিধান
করোনা।(মুসলিমঃ ২০৭৭)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
পুরুষের জন্য হলুদ বা লাল রংয়ের পোষাক পরিধান করতে নিরুৎসাহিত
করা হয়েছ। তবে প্রশ্নোক্ত বিবরণ অনুপাতে উক্ত ফেসওয়াশ যদি ডাক্তারী পরামর্শ অনুপাতে
আপনার জন্য ক্ষতিকারক না হয় তাহলে তা আপনার জন্য ব্যবহার করতে কোন বাধা নিষেধ নেই।