বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
https://www.ifatwa.info/44 নং ফাতাওয়ায় বলেছি যে,
গ্রহণযোগ্য মত ও পথঃ-
"বর্তমান সময়ে উক্ত দ্বিতীয় মতামতকে অগ্রাধিকার দেওয়াই যুক্তিসংগত মনে হচ্ছে।"বিস্তারিত জানতে দেখুন-
ফাতওয়ায়ে রহিমিয়া, ৯/২৯৯;
ফাতওয়ায়ে মাহমুদিয়া৪/১১৭;
জাদীদ ফেকহী মাসাঈল-১/২৭৩
সু-প্রিয় পাঠকবর্গ!
কমিশন ফিস নির্দিষ্ট হওয়ার শর্তে যেহেতু কমিশন ভিত্তিক ব্যবসা তথা দালাল কিংবা এজেন্টদের কমিশন জন্য নির্ধারিত ফিস জায়েয।
তাই প্রশ্নে উল্লেখিত সুরতে কমিশনের আদাণ-প্রদাণ জায়েয-ই হবে।এখানে না-জায়েয হওয়ার কোনো কারণ নেই।(শেষ)
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
জ্বী, আপনার বর্ণিত পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী আপনি চুক্তি অনুসারে আপনি ৫০ টাকা নিতে পারবেন।
(২)
আমানত রাখার পর আমানতের জিনিষকে হেফাজত করতে গিয়ে কোনো প্রকার ত্রুটি না করলে, এবং উক্ত মাল নষ্ট হলে, ক্ষতিপূরণ দিতে হবে না।
(৩)
হাদীসে সত্য না বলা ব্যক্তিকে বোবা শয়তান বলা হয়েছে। আপনি বোবা শয়তান হবেন।আপনার গোনাহ হবে।