১।আমার প্যান্টে মযি লাগায় আমি তা পানি দিয়ে ধুই।ধোয়ার কিছুক্ষন পরে প্যান্টে যে জায়গায় মযি লেগে ছিল তাতে হালকা চিহ্ন দেখতে পাই। প্রথমে মনে করেছি ওইটা কিছু না।তাই ঐ প্যান্ট পরে গোসল করি।তারপর গামছা দিয়ে শরীর মুছি।গামছা পরে ঐ প্যান্ট খুলে বালতিতে আবার কিছু পানি নিয়ে তা খোলান দিয়ে পানি চিপড়িয়ে ফেলে দেই।পরে প্যান্ট শুকা দেই।
কিন্তু পরে বারবার মনে হতে থাকে মযি মনে হয় ভালভাবে ধুয়া হয় নাই।তাই ঐ প্যান্ট পরেরদিন আবার ভালভাবে পাক করি।
এখন আমার প্রশ্ন হচ্ছে আমি যে গোসল শেষে ভেজা শরীর গামছা দিয়ে মুছেছি।তারপর গামছা পড়েছি।তারপর ভিজা পায়ে ঘরের পাপোসগুলোর উপর দিয়ে হেটেছি।এগুলো সব কি আমার ধুতে হবে?নাকি শুধু যে প্যান্ট ধুয়েছি তাতেই যথেষ্ট।আর আমার পরে ঐ বালতিতে পানি ভরে অনেকে গোসল করেছে,তাই পরেরবার প্যান্ট ধোয়ার সময় আলাদাভাবে আর বালতি ধুই নাই।
২।আর কাপড় বাহিরের দড়িতে শুকা দেওয়া হয়।দড়ি শুকিয়ে যাবার পর তাতে আরও ভিজা পাক কাপড় শুকা দেওয়া হয়েছিল।ওগুলো কি নাপাক হবে?
islamqa.info এর ফতওয়ায় দেখেছিলাম নাপাক কাপড় যে দড়িতে রাখা হয়,তা শুকিয়ে যাবার পর ভেজা পাক কাপড় তাতে শুকা দিলে কোন সমস্যা নেই।কারণ নাপাক কাপড় থেকে যদি দড়িতে হালকা নাপাকি লাগে তা বাহিরে রোদে,বাতাসে শুকিয়ে যাবে।এটা নিয়ে চরমপন্থা অবলম্বনের দরকার নেই।
এই ব্যাপারে আপনাদের মতামত জানতে চাচ্ছি। এগুলা নিয়ে খুব ওসওয়াসার মধ্যে আছি।খালি এগুলোর চিন্তা মাথায় আসে।