আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
152 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (13 points)
edited by
Assalamu alaikum..
1.আমার বাসার ঠিকানা ৫/১ মালঞ্চ সোসাইটি.কিন্তু ভার্সিটি   ফর্ম ফিলাপ এর সময় ভুলে ৫/৩ মালঞ্চ  সোসাইটি
দিয়ে ..ফেলেছি.... এখন ভুল শুধরানোর উপায় না থাকলে এবং আগের দেয়া ঠিকানা পরবর্তীতে ভর্তির সময় বেবহার  না করলে যদি ভর্তি তে সমস্যা হয় তাহলে কি ভুল ঠিকানা ব্যবহার জায়েজ হবে???
আমি তো প্রতারণা করছিনা. একটা ভুল হয়ে গেছে এখন  এই ঠিকনা ছাড়া  ভর্তিতে সমস্যা হতে পারে.  এখন এই ভুল ঠিকানা  ব্যবহারে কি গুনাহ হবে?

2.halki nafl namaz er bepare jante chai.. e bepare sohi hadise ki ase?

3. Ekjon mohila bollen dorud sorif porar por naki  hater angul e  chumu dite hoy , na hole naki Nobi ji rag korben.... kothati thik kina??

1 Answer

0 votes
by (589,260 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
(১)
হযরত আবু-হুরায়রা রাযি থেকে বর্ণিত,
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال : ( مَنْ حَمَلَ عَلَيْنَا السِّلَاحَ ، فَلَيْسَ مِنَّا ، وَمَنْ غَشَّنَا ، فَلَيْسَ مِنَّا ) 
রাসূলুল্লাহ সাঃ বলেন-যে ব্যক্তি আমরা মুসলমানদের বিরুদ্ধে অস্র ধরলো, সে আমাদের অন্তর্ভুক্ত নয়।এবং যে কাউকে ধোকা দিলো সেও আমাদের অন্তর্ভুক্ত নয়।(সহীহ মুসলিম-১৪৬)

হযরত আবু-হুরায়রা রাযি থেকে বর্ণিত,
عن أبي هريرة رضي الله عنه – أيضاً - ، وفيه : مَنْ غَشَّ ، فَلَيْسَ مِنِّي
ভাবার্থঃ যে কাউকে ধোকা দিলো সে আমাদের অন্তর্ভুক্ত নয়।(সহীহ মুসলিম-১৪৭)

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
যেহেতু এমনটা ভুলে হয়েছে, কাউকে ধোকা দেওয়া আপনার উদ্দেশ্য নয়, তাই আপনি এই ভুল এড্রেস ব্যবহার করতে পারবেন।এতে কোনো সমস্যা হবে না।

(২)
হালকি নফল নামে শরীয়তে কোনো পরিভাষা নাই।হ্যা নফল নামায নামে শরীয়তে পরিভাষা রয়েছে।সাধারণ সুন্নত নামায যেভাবে পড়ে থাকেন, ঠিক সেভাবে নফল নামাযও পড়ে থাকেন।
(৩)
দুরুদ শরীফ পড়ার পর হাতের আঙ্গুলে চুমু খাওয়ার কোনো নিয়ম শরীয়তে নাই।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

...