আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ, আমার আম্মুরা মোট ৬ ভাই বোন,৩ভাই ও ৩ বোন,,নানার অনেক সম্পদ ছিল আলহামদুলিল্লাহ,,, মারা গেছে ভাগ করে যায়নি,,,মামারা তাদের সম্পদ প্রায় সব বিক্রি করে ফেলেছে যার যার মন মত,মেঝো মামা শুধু ১ বোনের জমি লিখে নিছে বদলে ৫ লাখ টাকা দিয়েছে, মেঝো খালাও সম্পদ তাকে লিখে দিয়েছে তার অংশ,,, বড় মামা সব সম্পদ ওনার এক মেয়ের নামে দিয়ে রাখছে,,এখন বড় মামা স্টোক করে পরে আছে, কথা বলতে পারে না এখন,শুধু প্রান আছে বলতে গেলে, ২ বোন কে কেউ কিছু দেয়নি,, ২ বোনের জমি লিখে নেওয়ার ইচ্ছা ও নাই,,কিন্তু ছোট মামাকে বাকি ২ মামা নাকি বঞ্চিত করেছে কম দিয়েছে,, এখন তার সংসার চালানো কষ্ট,বাকি ২ মামা তাও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে, বোনরাও আলহামদুলিল্লাহ আছে,,মামারা ফুফুদের সম্পদ ও ভাগ করে দেয়নি, অনেক ভেজাল লাগছে,, সবাই একসাথে পরামর্শে বসলে মারামারি লাগে,,তাই আমার আব্বু রাগে কেস করে,,আব্বুর কথা যার পাওনা তাকে লিখে দিত,আব্বুর কথা এত সম্পদ কেন বিক্রি করছে,,সবাই শুধু লস করছে ব্যবসায় আর জমি বিক্রি করে ফেলছে,,,আব্বু অনেক বেশিই রাগি,,আর অনেক জেদ,,,সবাই বসে আছে আব্বু ই একা কেস করতে গেছে, বড় ২ জন ই স্টোক করা,, বড় মামা তো কথাও বলতে পারেনা আার কিছু বুঝেও না এখন,,আর মেঝ জন ও অনেক অসুস্থ,, ৭ বছর কেস চলছে,,, সব প্রায় বিক্রি করেই দিছে এখন তাদের ই ভালো চলেনা,,, কোনমতে চলে,,, এর মধ্য অসুস্থ,,, এই কেস এর লাভ কি,,,আম্মু অনেক কস্ট পায়,ভাইদের বিরুদ্ধে কেস করে খারাপ লাগে,,, আব্বু বলছে আম্মুকে তার বউ না যদি জমি লিখে দেয়,,, এর কোন ভবিষ্যৎ দেখতেছিনা,,,মেঝ মামার কথা ৩ ভাইয়ের ৩ বোন,,,সে ১ জনকে দিয়ে দিছে,,,বড় মামা তো এখন কথা বলতে পারে না, আর ছোট মামার অনেক কস্টে চলে দিন,,আর যে জমি বিক্রি করে ফেলছে ওই জমি গুলা তে তো বোন আর ফুফুরাও ভাগ পায়,,,ফুফুরা মৌখিকভাবে মামাদেরই দিয়েছিল (৩জন)আর বাকি ৩ জন নানাকে লিখে দিছিল,,, মানে ওই জমিগুলারও সঠিক বিক্রি প্রক্রিয়া হয় নাই,,,এখন কেস করলে তো জেল খাটতে হইতে পারে,,, তার চেয়ে সব আত্মীয় এক হয়ে মাফ করে দিলে ভালো হয় না?? কাকে কি বুঝানো উচিত বুঝতে পারছি না,,, মামারা বিক্রি করার সময় বোনদের তেমন গুরুত্ব দেয়নি,,,,,,এখন আব্বুর মাথা কেমনে ঠান্ডা করাই? কেস কেমনে থামাই৷৷ কি করনীয় ওস্তাদ,,,কিভাবে কি কাকে বুঝাবো বুঝতে পারছি না