আসসালামু আলাইকুম, আমি সদ্য পাশ করা একজন ডা,আলহামদুলিল্লাহ আমি সহিহ পর্দা মেনে চলার চেষ করি আমি বিবাহিত আপাতত বাবার বাসায় থাকি,আমার একান্তই কোন ইচ্ছা নেই চাকরি করার আমার স্বামিও চান না, কিন্তু আমার আব্বু ভবিষ্যৎ জীবন অনেক কঠিন দুজন চাকরি ছাড়া জীবনে চলা যায় না এইসব ভেবে আমাকে চাকরির জন্য জোড় করছে, আমার কণ আর্থিক প্রয়োজন ও নেই আল্লাহ র রহমতে, কিন্তু আব্বু ভবিষ্যৎ ভেবে শুধু শুধু আমাকে জোড় করছে, এমতাবস্থায় কি করা উচিত? ২) সামনে বিসিএস পরিক্ষা আমি কোন প্রস্তুতি নেই নি শুধু আব্বুকে দেখানোর জন্য বই নিয়ে বসে থাকি আমার ভয় হয় এভাবে দেখআনোর জন্যও বই নিয়ে বসা থাকায় আমার কি কোন গুনাহ হবে? পরিক্ষার হলে মুখ খুলতে বলে মুখ খুললেও কান ও দেখাতে বলে হাত ও খুলতে বলে এজন্য আমি দিতেই চাই না পরিক্ষা কিন্তু আপাতত যেহেতু বাবার বাসায় আছি তাই বাধ্য হয়ে দিতে যাওয়া লাগবে, কি করব এক্ষেত্রে? দয়া করে জানাবেন, জাযাকাল্লাহু খায়রান