আসসালামু আলাইকুম।
আমি জানতে চাই আত্মীয়তা সম্পর্ক রক্ষা করতে গিয়ে গুনাহগার হওয়া প্রসঙ্গে
আমাদের আত্মীয়দের মধ্যে অনেক সময় দেখা যায় মাহরাম নারী আত্মীয়া থাকেন যারা শরয়ীভাবে পর্দা মেনে চলেননা। এনিয়ে মাথাব্যথাও নেই। সামাজিকভাবে বেপর্দা বাইরে চলাফেরা করেন।
এখন আমাদের অনেক সময় দেখা যায় সামাজিকভাবে রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠান বা বাসায় আত্মীয় স্বজনকে দাওয়াত করার প্রয়োজন হয়। এক্ষেত্রে আমি পুরুষ-নারী আলাদাভাবে অনুষ্ঠান করলেও যেসব আত্মীয়া বেপর্দা চলেন তাদেরকে দাওয়াত করলে আমি জানি তারা বেপর্দা ভাবেই এসব অনুষ্ঠানে উপস্থিত হবেন।
এখন প্রশ্ন হল,
১। বেপর্দাভাবে রাস্তা দিয়ে আসা এবং অনুষ্ঠানে উপস্থিত হয়ে অবস্থান করার প্রতিমূহুর্তে তাদেরকে যে পুরুষরা দেখছেন এবং একারণে যে তারা গুনাহগার হচ্ছেন এর সাথে আমিও কি পরোক্ষভাবে গুনাহগার হব? যেহেতু আমার দাওয়াতের কারণেই তারা আসলেন? আমি কি তাদেরকে গুনাহ করার ক্ষেত্রে সহযোগিতা করলাম এখানে?
২। একই প্রশ্ন বাসায় দাওয়াত করার ক্ষেত্রেও। রাস্তা দিয়ে আসার সময়ে যতটুকু গুনাহগার তারা হলেন এর সাথে কি আমিও পরোক্ষভাবে গুনাহগার হব?
৩। গুনাহগার হলে এক্ষেত্রে নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে কিভাবে আত্মীয়তার বন্ধন কিভাবে রক্ষা করা যায়?
দয়া করে প্রশ্নোত্তর এবং পরামর্শ দিলে উপকৃত হব। জাযাকাল্লাহ।