বিসমিহি তা'আলা
প্রকাশনা স্বত্ব সংরক্ষিত রাখা জায়েয।
সেজন্য প্রকাশনা সংরক্ষিত কোনো কিতাবের কপি করা জায়েয হবে না।চায় তা অফলাইনে হোক বা অনলাইনে হোক।সুতরাং প্রকাশনা সংরক্ষিত কোনো কিতাবের ফটোকপি করে বা পিডিএফ ফাইল তৈরী করে তা বিক্রি করা/প্রচার-প্রসার করা কখনো জায়েয হবে না।
ফেকহী মাক্বালাত(শায়খুল ইসলাম তাক্বী উসমানী)- ১/১৭৩---২৪১
আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, IOM.