আসসালামু আলাইকুম শায়েখ,
আমাদের হলের গনরুমের ৩৪ জনের মধ্যে ৩-৪ জন হিন্দু ছিলো।
এরমধ্যে ৩ জন এবার বাসায় যায়নি। এজন্য তারা রান্না করে খাওয়াতে চাচ্ছে আমাদের বাকি সবাইকে। তাদের মেসেজ টা ছিলো এরকম-
"আমরা ৩ জন হিন্দু মেয়ে হলে আছি।যেহেতু, আমরা পূজায় বাড়ি যাইনি, তাই বাড়ি থেকে নাড়ু বা পূজার কিছু আমরা আনতে পারিনি।কাউকে খাওয়াতেও পারব না।কিন্তু আমরা চাচ্ছি যে আমরা নিজেরাই তোমাদের সবাইকে কিছু একটা রেঁধে খাওয়াই। আমাদের সাধ্যের মধ্যে যা পারি তাই খাওয়াবো। তোমাদের সবাইকে আজ মানে শুক্রবার রাত ১০ টায় রইলো নিমন্ত্রণ।"
এখন বাকি আমরা ২৫ জনের মত আছি হিন্দু, আমরা কি এখন খেতে পারবো ওদের রান্না করা খাবার? যদিও ওদের বলেছি, কিন্তু এত গুলো মানুষ তো এড়িয়ে যেতে পারছি না। আর কেউ না খেলে ওরা এতজনের রান্না করছে, এজন্য এটা যদি ক্লিয়ারলি জানতাম ভালো হতো।
শায়েখ আহমাদউল্লাহ এর একটা ভিডিও তে দেখলাম, প্রসাদ, আর জবাইকৃত পশুর গোশত বাদে অন্য কিছু খাওয়া যাবে।