আসসালামু আলাইকুম,
কারো কাছে যদি ৭ ভরি বা সোয়া ৭ ভরি স্বর্ণ থাকে। তাহলে তো স্বর্ণের নিসাব পরিমাণ থেকে কম।
আর সাথে কোন টাকা সঞ্চিত নেই।
হাতে যে ৩-৫ হাজার টাকা থাকে, সেটা থাকে আবার ২-৪ মাসে খরচ হয়ে যায়।এমন। মানে ১ বছর অতিক্রান্ত হয় না।
এক্ষেত্রে কি যাকাত হবে??
উল্লেখ্য যে, নিজের কোন ইনকাম সোর্স নেই।