আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
268 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (18 points)
closed by
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।

আমাদের স্কুলে ক্লাস টেন পড়ুয়াদের জন্য প্রতি বছরের মতো বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে ফ্রি মিক্সিং হবে এবং গানবাজনা, ছবি ইত্যাদি হারাম কাজ হওয়ার সম্ভাবনা বেশি। তাই ঐদিন ঐ অনুষ্ঠানে না যাওয়ার নিয়ত করেছি ইন শা আল্লাহ।

কিন্তু আমাদের সব শিক্ষার্থীর কাছ থেকেই বিদায় অনুষ্ঠানের আয়োজনের  জন্য চাঁদা তোলা হবে। এই চাঁদা মূলত ব্যবহার করা হবে খাবার, শিক্ষকদের জন্য গেঞ্জি, শার্ট, মগ হাদিয়া, এবং অন্যান্য কাজে। ঐ দিন আবার সব মেয়েরা একইরকম থ্রিপিসও পরে। শুধু গুটিকয়েকজন মেয়েই পর্দা করে এবং তাদের আাসার সম্ভাবনা নেই। ঐ থ্রিপিস তো নিশ্চয়ই পর্দার কাজ করবে না, যেহেতু বেশিরভাগ মেয়েই বেপর্দা। হয়তো ঐ চাঁদার মধ্যে ড্রেস সেলানোর টাকাও নিয়ে নিবে। যদিও আমি ঐ ড্রেস সেলাবো না।

★ যদি খাবার ও শিক্ষকদের হাদিয়ার জন্য টাকা দিই, এতে তো কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে এগুলোর জন্য চাঁদা আলাদা নেয়া হবে না। ঐ যে মেয়েদের জন্য কাপড় কেনা, গানবাজনার আয়োজন, ছবি তোলা ইত্যাদি কাজের জন্য টাকাও কিন্তু ঐ চাঁদার মধ্যেই।

(এখন আমি যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ না-ও করি, তবুও আমার কাছ থেকে চাঁদা খুঁজবে। না দিলে অপমান, সমালোচনা ইত্যাদি করতে পারে।  কারণ অংশগ্রহণ করাটা বাধ্যতামূলক, কিন্তু আমি এটা কাউকে না জানিয়ে ফাঁকি দিতে চাচ্ছি গুনাহ থেকে বাঁচার জন্য।)

★ শায়েখ, তাহলে চাঁদা দেয়া কি আমার জন্য জায়েজ হবে? আর আমার দেয়া টাকার কিছু অংশ হারাম কাজে যদি তারা ব্যয় করে, এর জন্য আমার গুনাহ হবে? যদি পুরোপুরি হারাম কাজ হতো, আমি কখনো এর জন্য চাঁদা দিতাম না। কিন্তু আমি টাকা দিচ্ছি, এর দ্বারা খাবার এবং শিক্ষকদের হাদিয়াও কেনা হবে তাই। টাকা দিলে আমার দ্বারা কি হারাম কাজে সহযোগীতা করা হবে? আমার এখন কি করা উচিত শায়েখ?

জাযাকুমুল্লাহ খইর।
closed

1 Answer

+1 vote
by (58,500 points)
selected by
 
Best answer

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ

আল্লাহ তায়ালা বলেন-

وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ

সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (সূরা মায়েদা, আয়াত ২)

 আল্লাহ তায়ালা অন্যত্র ইরশাদ করেন-

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَنفِقُوا مِن طَيِّبَاتِ مَا كَسَبْتُمْ وَمِمَّا أَخْرَجْنَا لَكُم مِّنَ الْأَرْضِ ۖ وَلَا تَيَمَّمُوا الْخَبِيثَ مِنْهُ تُنفِقُونَ وَلَسْتُم بِآخِذِيهِ إِلَّا أَن تُغْمِضُوا فِيهِ ۚ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ

হে ঈমানদারগণ! তোমরা স্বীয় উপার্জন থেকে এবং যা আমি তোমাদের জন্যে ভূমি থেকে উৎপন্ন করেছি, তা থেকে উৎকৃষ্ট বস্তু ব্যয় কর এবং তা থেকে নিকৃষ্ট জিনিস ব্যয় করতে মনস্থ করো না। কেননা, তা তোমরা কখনও গ্রহণ করবে না; তবে যদি তোমরা চোখ বন্ধ করে নিয়ে নাও। জেনে রেখো, আল্লাহ অভাব মুক্ত, প্রশংসিত। (সূরা বাকারা, আয়াত ২৬৭) 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!


প্রশ্নোক্ত ক্ষেত্রে চাঁদা দিলে গুনাহ হবে না ইনশাআল্লাহ কারণ এখানে যেহেতু এখানে হারাম কাজে ব্যবহার করা হবে খুবই অল্প টাকা। আর তুলনা মূলক বৈধ কাজে বেশী ব্যবহার করা হবে। আবার যেহেতু আপনার চাঁদা নিশ্চিৎ হারামা কাজেই ব্যবহার হবে বিষয়টি এমন নয়। তাই উক্ত চাঁদা দিলে হারাম কাজের সহযোগিতার গুনাহ হবে না ইনশাআল্লাহ। তবে আপনি অবশ্যই ঐ হারাম অনুষ্ঠান ইত্যাদি থেকে বিরত থাকবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...