বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
প্রথম রা'কাতে দুইবার আউযু বিল্লাহ পড়ে নিলে সাহু সিজদা ওয়াজিব হবে না।তবে দ্বিতীয় বা পরবর্তী রা'কাত সমূহে আউযু বিল্লাহকে দুইবার কিংবা তিনবার বললে, সাহু সিজদা ওয়াজিব হবে।
যেহেতু ওয়াক্ত চলে গেছে, তাই উক্ত নামাযকে আর দোহড়াতে হবে না।
(২)
না, উক্ত বোতল নাপাক হবে না।
(৩)
আপনার প্রশ্নটি অস্পষ্ট। আপনার প্রশ্ন থেকে আমরা যা বুঝতে পেরেছি, সেই আলোকে বলবো যে, নাপাক কাপড় ধৌত করার সময় যে ছিটা দূরে গিয়ে পড়বে, সেই ছিটা নাপাক।তবে নাপাক কাপড়কে তিনবার ধৌত করার পর যদি উক্ত কাপড় থেকে কোনো ছিটা পড়ে, তাহলে তা নাপাক নয়।
(৪)
ইমাম থেকে বিলম্ব হয়ে সালাম ফিরাতে কোনো সমস্যা নাই।
(৫)
এক রুকুনে তিনবার হাত নাড়ালে নামায ফাসিদ হবে।
নামাযে ইমামকে রব্বানা ওয়া লাকাল হামদ বলতে হয় না, আর মুসল্লিকে সমি'আল্লাহু লিমান হামীদাহ্ বলতে হয় না, কিন্তু ইমাম বা মুসল্লি যদি উভায়টি বলে ফেললে, নামাজ ফাসিদ হবে না। হানাফি মাযহাব অনুসারে ইমামের পিছনে সুরা ফাতিহা পড়লে বা জোরে আমিন বললে নামাজ ফাসিদ হবে না। পুনরায় উক্ত নামাযকে আবার পড়তে হবে না।