আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
176 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (24 points)
একজন লোক একটি সুদভিত্তিক লেনদেনের বিষয়ে একাধিক ব্যক্তির সাথে মহান আল্লাহ তায়ালার নামে কসম কেটেছিল। কসম ভঙ্গ করলে একটি কাফফারা আদায় করবে নাকি একাধিক কাফফারা আদায় করতে হবে? যেহেতু বিষয়টি সুদভিত্তিক লেনদেন- এক্ষেত্রে কসমের কাফফারা আদায় করতে হবে কি?

1 Answer

+1 vote
by (569,520 points)
উত্তর
بسم الله الرحمن الرحيم 
.
শরীয়তের বিধান হলো যদি কেহ গুনাহের কাজ করার কসম করে,তাহলে তা না করাই ওয়াজিব।
(ফাতাওয়ায়ে উসমানী ২/৭০২) 

যদি কেহ গুনাহের কাজ করার কসম করে,তাহলে সে ঐ গুনাহ করবেনা,কাফফারা আদায় করা তার উপর ওয়াজিব।  
(কিতাবুল ফাতওয়া ৬/৩৪)

,
লেনদেন যদিও তা সুদভিত্তিক হোক,তারপরেও কেহ যদি সেক্ষেত্রে আল্লাহর নামে কসম করে,সেই কসম এর কাফফারা তাকে আদায় করতে হবে।  
তাই উক্ত ব্যাক্তির উপর কাফফারা আদায় করা ওয়াজিব। 
,

কাহারো উপর যদি একাধিক কাফফারা ওয়াজিব হয়ে থাকে,তাহলে তার জন্য একটি কাফফারা আদায় করাই যথেষ্ট।  
ফাতাওয়ায়ে রিয়াজুল উলুম ৩/২৯৮ 

,

মারাকিল ফালাহ গ্রন্থে আছেঃ   
کما في المراقي علیٰ ہامش الطحطاوي :۳۶۷)وکفت کفارۃ واحدۃ عن جماع وأکل عمداً متعدد في أیام کثیرۃ ولم یتخللہ أي الجماع أو الأکل عمداً تکفیر؛ لأن الكفارة للزجر وبواحدۃ یحصل ولو کانت الأیام من رمضانین علی الصحیح للتداخل بقدر الإمکان
যার সারমর্ম হলো যেহেতু কাফফারা আল্লাহর পক্ষ থেকে বান্দাকে দেওয়া একটি শাস্তি,যেটা একটার দ্বারাই যথেষ্ট হয়।
তাই একটি কাফফারা আদায় করলেই   হয়ে যাবে।
,

★★সুতরাং প্রশ্নে উল্লেখিত ব্যাক্তি একাধিক কসমের জন্য একটি কাফফারা আদায় করলেই তা যথেষ্ট হবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...