জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
★বিটকয়েন
(০১)
শরীয়তের বিধান হলো বিটকয়েন মাইনিং করে আয়কৃত টাকা হারাম।
অন্যতম কারন হলো এখানে জুয়া আছে,এবং এতে সরকারী অনুমোদন নেই।
,
আল্লাহ বলেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنْصَابُ وَالْأَزْلَامُ رِجْسٌ مِنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ. إِنَّمَا يُرِيدُ الشَّيْطَانُ أَنْ يُوقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ فِي الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَنْ ذِكْرِ اللَّهِ وَعَنِ الصَّلَاةِ ۖ فَهَلْ أَنْتُمْ مُنْتَهُونَ
“হে মুমিনগণ, এই যে মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য-নির্ধারক শরসমূহ -এসব শয়তানের অপবিত্র কার্য বৈ তো নয়। অতএব, এগুলো থেকে বেঁচে থাক -যাতে তোমরা কল্যাণপ্রাপ্ত হও। শয়তান তো চায়, মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মাঝে শুত্রুতা ও বিদ্বেষ সঞ্চারিত করে দিতে এবং আল্লাহর স্মরণ ও নামায থেকে তোমাদেরকে বিরত রাখতে। অতএব, এখনও কি তোমরা নিবৃত্ত হবে?”
(সূরা মায়েদা ৯০-৯১)
বিস্তারিত জানুনঃ
★বিটকয়েন মাইনিং করে আয়কৃত টাকা যেহেতু হারাম,তাই সেটি দিয়ে যেই প্রডাক্ট ক্রয় করা হবে,তাহাও অবৈধ হবে।
হালাল হবেনা।
,
(০২)
ঐ টাকা বা ডলার হারাম হবে।
★পেপাল
(০১)
পেপাল হলো অনলাইনের মাধ্যমে এক পদ্ধতিতে অর্থ স্থানান্তর।
যেটি সরকার কর্তৃক অনুমোদিত নয়।
তাই এটি জায়েজ নেই।
তবে এভাবে টাকা আদান প্রদান অবৈধ হলেও সেই টাকা হালাল।
এই টাকা দ্বারা যেই প্রডাক্ট ক্রয় করা হবে,তাহা হালাল হবে।
(০২)
ঐ টাকা বা ডলার হালাল হবে
,
আরো জানুনঃ