এরকম অনেক প্রশ্নই আছে ইন্টারনেট এ, কিন্তু আমার প্রশ্নটা একটু ভিন্ন।
আমি একটি কোম্পানির জন্য সার্ভে সফটওয়্যার ( এর মাধ্যমে কাস্টমারের মতামত বা রেটিং নেয়) বানিয়ে দিচ্ছি ।
এই কোম্পানির অনেক গুলো ক্লায়েন্ট আছে। তাদের মধ্যে একটি ব্যাঙ্ক আছে।
এই ব্যাংক এর কাছে তারা আগে (আমি কাজ করার আগে) সার্ভিস দিয়েছে । তো ,যেহেতু তারা ব্যাংক কে সার্ভিস দিতে পারে , আমার বানানো সার্ভে সফটওয়্যার টাও , পরে এমন কোন ক্লায়েন্ট এর কাছে বিক্রি করতে পারে যাদের কাজ হালাল না ।
এখন কথা হচ্ছে , আমার বানানো সার্ভে টা generic, অর্থ্যাত সর্ব জনীন , এখন এই সার্ভে টা কোম্পানি যে কোন ক্লায়েন্ট এর কাছেই বেচতে পারে।
ঘটনা টা এমন যে , ধরেন আমি কামার, দা-কুড়াল বানাই , এটা ভাল/খারাপ কাজে লাগানো যায়। এখন এক দোকানি আমার কাছ থেকে দা বানিয়ে নিয়ে দোকানে বেচে । আগে সে অন্য কামার এর কাছ থেকে বানিয়ে নিয়ে , একজন খারাপ লোকের কাছে বেচেছিল। এখন সে ভাল লোকের কাছে বেচবে নাকি খারাপ লোকের কাছে বেচবে, সেটা কি আমার এখতিয়ার এ রাখতে হবে?
আমার ইনকাম কি হালাল হবে?