আসসালামু আলাইকুম।
মূত্রত্যাগের পর ইস্তিজমার করার পর সন্দেহ হয় যে টিস্যু তো পাতলা পদার্থ, মূত্রের ফোটা টিস্যু ভেদ করে হাতে লাগতে পারে। পরে অন্য জায়গায় এক ফোটা পানিতে টিস্যু ভিজিয়ে দেখলাম আসলেই পানি টিস্যু ভেদ করে হাতে লাগছে। কিন্তু লাগার পর হাত খুব একটা ভিজেনি, অর্থাৎ ভেজা অনুভব হলেও হাতে কোন পানি দেখিনি, শুকনো মনে হয়েছে। এখন সেই হাত আমার প্যান্টে লেগেছে। প্যান্ট থেকে আমার শরীরের অন্য অংশে ছড়াতে পারে সেই নাপাকি। কিন্তু তাও আমি কেবল কাপড় বদলে নামাজ আদায় করে নিয়েছি। কারণ আমার মনে পড়ে নাপাকি সর্বোচ্চ তিনটি বস্তুতে ছড়ায়। মূত্রের ফোটা প্রথমে টিস্যুতে লাগে, টিস্যু প্রথম বস্তু, এরপর টিস্যু থেকে আমার হাতে লাগে, হাত দ্বিতীয় বস্তু, হাত থেকে আমার কাপড়ে লাগে, কাপড় তৃতীয় বস্তু, কাপড় থেকে আর শরীরে বা আমার গেঞ্জিতে নাপাকি ছড়ানোর কথা না তাহলে। তাই আমি আর আমার শরীর ধৌত করিনি, গেঞ্জিও বদলায়নি, কেবল প্যান্ট বদলে নিয়েছি এবং ওই অবস্থাতেই নামাজ পড়ে নিয়েছি। আমার নামাজ কি আদায় হয়েছে?
জাযাকাল্লাহু খাইরান