আসসালামু আলাইকু।
আমার আব্বু একটি বেসরকারি ব্যাংকে চাকরি করতেন। এখন অবসর গ্রহণ করেছেন। তিনি অত্যন্ত নামাযী এবং পরহেজগার। মসজিদে নামায আদায় করেন, নফল নামায যথাসাধ্য আদায় করেন, নিয়মিত কুরআন তিলাওয়াত করেন, দানের ব্যাপারে উদার, সর্বোপরি উনার মত ভাল ও উদার মনের মানুষ খুব কম দেখা যায় আলহামদুলিল্লাহ।
কিন্তু, তিনি জানতেন না ব্যাংকে জব করা হারাম। এছাড়া তিনি শেয়ার বিজনেসের সাথেও কিছুদিন জড়িত ছিলেন। এখন তিনি বৃদ্ধ ও অসুস্থ। আমাদের অন্য কোন ইনকামের সোর্স নেই। বিভিন্ন সমস্যার কারণে এখন আমরা আর্থিক সংকটে আছি। উল্লেখ্য, আমার কোন ভাই নেই। এখন আমার বাবার কি করণীয়? এই সম্পদের ব্যাপারে ইসলাম কি বলে?