বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
https://www.ifatwa.info/7139 নং ফাতাওয়ায় বলেছি যে,
শিক্ষার স্বার্থে ছন্দাকারে কোনো কবিতা বা প্রেমভালবাসা সম্পর্কিত ছড়া ইত্যাদির সম্পর্কে রুখসত রয়েছে।কওমী মাদরাসার দরসে নেজামী সিলেবাসে দুয়েকটি কিতাব যেমন,দিওয়ানে মুতানাব্বি,সাবউল মু'আল্লাকাত ইত্যাদি কিতাব সমূহকে পড়ানো হয়ে থাকে।যেই কিতাবগুলোতে ছন্দাকারে কিছু প্রেমভালবাসা সম্পর্কিত বিষয় রয়েছে।
যেহেতু উলামায়ে কেরাম অারবী ভাষা শিক্ষার স্বার্থে এগুলোকে পড়াচ্ছেন।এবং এগুলো সম্পর্কে কোনো প্রকার তর্কবিতর্ক আসছেন না, তাই বুঝা যায় যে,এগুলোতে রুখসত রয়েছে।
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
না, ইসলামের আকিদা বহির্ভূত হওয়ার কারণে এমন কবিতা পড়া ও আবৃত্তি করা এবং এমন কবিতার সারমর্ম নিয়ে আলোচনা ও চিন্তা গবেষণা করা কোনোমতেই ঠিক হবে না।
যদি পরীক্ষায় এই কবিতা আসে, তাহলে এমনভাবে জবাব দিতে হবে যে, উত্তরও হয়ে যায়, এবং নিজের আকিদা নয়,সেই বিষয়টাও পরিস্কার হয়ে যায়।
(২)
"অনুমতি রয়েছে কি না?" সে সম্পর্কে আপনি উনাকে জিজ্ঞেস করতে পারেন।
(৩)
তারা হারাম রিলেশনকে পরিত্যাগ করবে।অতীতের জন্য মহান রবের কাছে তাওবাহ করবে।
(৪)
এমন পাত্রর বিয়ের প্রস্তাবকে গ্রহণ না করাই উচিৎ।