আমার শুচিবাই আছে,একবার ওজু করতে গেলে মিনিমাম ৩০মিনিট লাগাই বার বার মনে হয় এই বুঝি আমার ওজুটা হলনা, আবার নামাজে কুরআন তিলাওয়াতের সময় বার বার মনে হয় শুদ্ধ হল কি হলনা এই চিন্তা করে বেশি শুদ্ধ করতে গিয়ে হরফ উচ্চারনে বেশি প্রেসার দিয়ে ফেলি যার ফলে দম বন্ধ হয়ে আসে আমার,নামাজ কয় রাকাআত পড়লাম সেটা নিয়েও কনফিউজড থাকি আবার ভুল হলে সাহু সিজদা দিলাম কি দিলামনা সাহু সিজদা শুদ্ধ হল কিনা তাতেও কনফিউশনে থাকি,আরো যে প্রবলেম সেটা হল নামাজের মাঝে সাদা স্রাব হয়ে গেলে আবার ওজু করে এসে নামাজে দাড়াতে গেলে নামাজের ওয়াক্ত মিস হয়ে যাবার পসিবিলিটি থাকে কারন একবার ওজু করতেই আমার অনেক টাইম লাগে,এইসব ওয়াসওয়াসা নিয়ে অনেক দুশ্চিন্তায় আছি, এসব থেকে মুক্তির উপায় কি দয়া করে জানাবেন প্লিজ,,