আসসালামু আলাইকুম।প্র
প্রশ্নটি একজন ছোট বোনের পক্ষ থেকে।
আমি দশম শ্রেণির শিক্ষার্থী। একজন মুসলিম হিসেবে স্কুলের সবার সাথে মিলেমিশে ভালো ব্যবহার করার চেষ্টা করি। অনেকের অতি অন্তরঙ্গ কিছু বান্ধবী থাকে যাদেরকে বেস্ট ফ্রেন্ড বলে। আমার তেমন কেউ নেই। সবার সাথেই আমি বন্ধুত্বপূর্ণ আচরণ করার চেষ্টা করি এবং সাধ্যমত সাহায্য করি। কিন্তু গত এক বছর ধরে একজন অমুসলিম মেয়ে আমার সাথে বেশি ক্লোজ হতে চাইছে। মানে আমার সাথে বেশি কথা বলা, মেলামেশা, একসাথে বাসায় ফেরা সবসময় আমার সাথে থাকতে চায়। কিন্তু একজন আলেমের কাছ থেকে শুনেছিলাম, কাফেরের চেয়ে মুসলিমকে বন্ধু হিসেবে নেয়া উচিত।
১. এখন অমুসলিম মেয়েটার সাথে আমার মেলামেশার সীমারেখা কতটুকু হওয়া উচিত? এতে কি আমার গুনাহ হবে?? আমি কি তাকে এড়িয়ে চলবো?
২. সে আমার জন্মদিনেে জোর করে একটা হাঁসের শো পিস দিয়েছিল যেটা আমি এক কোনায় ফেলে রেখেছি। অথচ তাকে আমি জন্মদিনের কথা বলি নি। সেটা কি আমি ভেঙে ফেলব?
৩. জন্মদিনের দিন বান্ধবীরা চায় তাদেরকে যেন কিছু খাওয়াই। এটা কি জায়েজ?
দুঃখিত বেশি লিখে ফেলেছি। আসলে খুব দ্বিধাগ্রস্ত।