ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
অন্যের সাথে ওয়াদা করে তা ভঙ্গ করা মুনাফিকের আলামত।
হাদীস শরীফে এসেছে-
عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم قَالَ " آيَةُ الْمُنَافِقِ ثَلاَثٌ إِذَا حَدَّثَ كَذَبَ، وَإِذَا وَعَدَ أَخْلَفَ، وَإِذَا اؤْتُمِنَ خَانَ ".
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ মুনাফিকের আলামত তিনটিঃ ১. যখন কথা বলে মিথ্যা বলে ২. যখন ওয়াদা করে ভঙ্গ করে এবং ৩. আমানত রাখা হলে খেয়ানত করে। সহীহ বুখারী, হাদীস নং-৩২
★ সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
অন্যের সাথে ওয়াদা করলে তা পূর্ণ করা উচিৎ। তবে যদি আপনি উক্ত ওয়াদা পূর্ণ না করেন তাহলে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ এবং তাকে জানানোও জরুরী নয়৷ তবে এমন ওয়াদা করা ঠিক নয় যা পালন করা অসম্ভব বা কষ্ট হয়ে যায়৷