আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
244 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (26 points)
edited by
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ্।

১) মা বাবা যদি সবসময় চায় দুনিয়াবি পড়ালেখা করি,তাহলে আমি যদি মোবাইলে ইসলামিক আলোচনা শুনি,ইসলামিক কন্টেন্ট পড়ি,কোনো কোনো সময় বন্ধুদের সাথে চ্যাট করি এবং বইয়ের নিচে ইসলামিক বই পড়ি,আর মা বাবা যদি ধারণা করে স্কুলের পড়ালেখাই করছে,এক্ষেত্রে কি প্রতারণার গুনাহ হবে বা আমানতের খিয়ানত করা হবে?

২)ফিতনার আশঙ্কা না থাকলে নাকি মুখ খোলা রাখা যায়,আবার আরেকটা আছে দাজ্জালের ফিতনা,এরকম আরো বিভিন্ন জায়গায় ফিতনা সম্পর্কে বলা হয়।তো ফিতনা বলতে আসলে কি বোঝায়।পর্দার ক্ষেত্রে ফিতনা কাকে বলে?

৩) বোরকা, নিকাব, হাত মোজা পরে বা হাত মোজা ছাড়া হাতে ঘড়ি পরা যাবে কি?

৪)মেয়েদের ফেসবুক চালানো বিষয়ে বিধিনিষেধ ও পরামর্শ চাচ্ছি..

(ক)মেয়েরা কি নন মাহরামদের সাথে ফ্রেন্ড লিস্টে না থেকে ফেসবুক চালাতে পারবে কি?

(খ)ফ্রেন্ডলিস্টে কি এমন বান্ধবীদের রাখা যাবে যারা শরীয়াহ অনুসারে চলে না,পর্দা ছাড়া ছবি,হারাম মিউজিক আপলোড করে,নন মাহরাম মেইনটেইন করে না?যদি আমার জন্য হারাম এমন কিছু না দেখি। হিন্দু বান্ধবী রাখা যাবে?

(গ)এড ফ্রেন্ড অপশন রাখা উচিত নাকি ফলো?ফলো রাখলে যদি নন মাহরাম ফলো করে,তাহলে কি গুনাহ হবে?বি:দ্র: নিজের কোনো ছবি বা হারাম কিছু না দিলে..

(ঘ) আইডি কি লক করেই রাখতে হবে?

(ঙ)দ্বীনি বিষয়ে পোস্ট করা যাবে..অনেক ইসলামিক গ্রুপ বিভিন্ন ইসলামিক টপিক,কোনো একটি বই নিয়ে রিভিউ লেখার, বইয়ের ছবি তোলার প্রতিযোগিতা করে থাকে,এগুলোতে অংশগ্রহণ করা যাবে?লেখাগুলো পাবলিক শেয়ার করলে, যদিও বা দ্বীনি টপিক হয়,কোনো নন মাহরাম পুরুষ আকৃষ্ট হলে কি পাপ হবে?

৫)ফরজ গোসলের সময় কানের বা নাকের রিং ঘুরিয়ে ঘুরিয়ে সেটার ভিতরে কি পানি পোঁছে দিতে হবে? যদি গোসলের সময় ভুলে যাই, তাহলে পরে মনে পরলে কি করতে হবে?

৬) ফরজ গোসলের সময় শরীরের কোনো স্থানের পানির ছিটা মগে বা বালতিতে গেলে কি পুরা বালতির পানিই নাপাক হয়ে যাবে যদিও ওই অঙ্গে নাপাকি না লেগে থাকে?

৭)মনি,মযি,ওদী,বীর্য(মহিলাদের ক্ষেত্রে) কোনটা কি,কিভাবে চিনবো?

কোনটার জন্য ওযু ভাঙে আর কোনটার জন্য গোসল ফরজ হয়?

৮) অনলাইনে বই বা অন্য কিছু অর্ডার করার সময় ওই পেজের বা ওয়েবসাইটের সাথে চ্যাটে বা ফোনে কথা বলা যাবে কি? যদি উনি পুরুষ হন..
৯)মহিলাদের তো পুরুষদের সাদৃশ্য করা যাবে না,তাহলে মেয়েরা কি কেডস পরতে পারবে নিচের এগুলোর মতো :

https://photos.app.goo.gl/LC83Vuxhnj9woEfk7

https://photos.app.goo.gl/7F4MfXJj7mdumWp37

১০)নামাজে গলায় কিছু আটকে আটকে ছিলো কপ বা থুথুর মতো।অনিচ্ছাকৃতই টান দিতে গিয়ে একটু শব্দ হলে কি নামাজ হবে?

১১)ফেসবুক বা মেসেন্ঞ্জারে রেড বা অন্য কালার লাভ রিশেক্ট দেয়া যাবে কি?এটা কি অন্য সংস্কৃতির অংশ?

১২)নামাজের শুরুর দিকে স্পেসিফিক কোন /কয় রাকাত যেমন ফরজের ৪ রাকাত পড়ছি,এভাবে মনে মনে স্মরণ করি না,আল্লাহ আকবার বলার সময় বা একটু পর স্মরণ হয় ৪ রাকাত, কিন্তু আমি তো জানিই এটা যে আসরের ৪ রাকাত ফরজ নামাজ পড়বো,এভাবে করলে কি নিয়ত হয়েছে?

আশা করি উত্তর দিবেন, জাযাকাল্লাহ খইরন
★আমি লাস্ট টাইম যে কোশ্চেনগুলো করেছি সেগুলোর আন্সার দেয়া হয় নি।আশা করি সেটার উত্তরগুলোও দ্রুত পেয়ে যাব,ইন শা আল্লাহ।

1 Answer

0 votes
by (583,020 points)
edited by
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 


(০১)
প্রতারণা সংক্রান্ত হাদীস শরীফে এসেছে
     
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا»

হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ যে ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভূক্ত নয়। {মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-২৩১৪৭, সহীহ মুসলিম, হাদীস নং-১৬৪, সুনানে দারেমী, হাদীস নং-২৫৮৩, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২২২৫, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৪৯০৫}

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ

হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯}

★প্রশ্নে উল্লেখিত সবগুলোই আভিধানিক অর্থে মা বাবাকে প্রতারণা দেওয়ার অন্তর্ভুক্ত হবে।

তবে উল্লেখিত ছুরতে যেসব কাজ জায়েজ,তার কোনো গুনাহ হবেনা 
আর যেসব কাজ নাজায়েজ, সেক্ষেত্রে গুনাহ হবে।
,
(০২)
এখানে ফেতনার দ্বারা উদ্দেশ্যঃ 
পরপুরুষ এর কুদৃষ্টির আশংকা,নিজের গুনাহে জড়িয়ে পড়ার শংকা।

(০৩)
আপনি ঘড়ি পড়তে পারেন,সমস্যা নেই।
তবে হাতের বাকি অংশ যেনো খোলা না থাকে,তাই হাতমোজা পড়বেন,বা অন্য কোনোভাবে হাত ঢেকে রাখবেন।
,
(০৪)
ক,
হ্যাঁ এ পদ্ধতিতে ফেসবুক চালাতে পারবে।
তবে অবৈধ কোনো কিছু পড়া/লেখা/দেখা/শেয়ার/লাইক ইত্যাদি করা যাবেনা।

খ,
হ্যাঁ এমন বান্ধবী রাখা যাবে।    
হিন্দু মেয়েদের রাখা যাবে,তবে শর্ত হলো নিজ আকীদার ক্ষেত্রে যেনো কোনো সমস্যার আশংকা না থাকে।

গ,
উভয়টিই রাখা যাবে।
উল্লেখিত ছুরতে আপনার গুনাহ হবেনা।
,
ঘ,
এটি বাধ্যতামূলক নয়।

ঙ, 
এমনটি করা যাবে।
কোনো নন মাহরামকে আকৃষ্ট করার নিয়ত করা যাবেনা।
 নন মাহরাম আকৃষ্ট হয়ে থাকলে ফিতনাহ থেকে বাঁচার লক্ষ্যে আর পোস্ট করবেননা।
,
(০৫)
হ্যাঁ উক্ত ছিদ্রগুলোতে পানি পৌছাতে হবে।

পরে মনে পড়লে শুধু সেই স্থানে (রিং ঘুরিয়ে) পানি পৌছানোই যথেষ্ট।    

(০৬)
প্রশ্নে উল্লেখিত ছুরতে কোনো সমস্যা নেই।
সেই মগ/বালতির পানি নাপাক হবেনা।  

(০৭)
এ সংক্রান্ত বিস্তারিত জানুনঃ

(০৮)
হ্যাঁ কথা বলা যাবে।
তবে অপ্রয়োজনীয় কথা বলবেনা।
প্রয়োজনীয় কথা হলে দ্রুত ফোন কেটে দিবে।
   
(০৯)
হ্যাঁ পড়তে পারবে,এটি এখন পুরুষ দের সাথে সাদৃশ্য বলা হয়না।  
,
(১০)
না,নামাজ ভঙ্গ হবেনা।

(১১)
এতে কোনো সমস্যা নেই।
,
(১২)  
হ্যাঁ এটি যথেষ্ট।   
আপনি যখন সেই নামাজের জন্য অযু করেছেন,তখনই তো আছরের নামাজেরই নিয়ত ছিলো।

যদি সেই সময়ে আপনাকে জিজ্ঞাসা করা হয় যে কোন নামাজ পড়ছেন?
তখন আপনি যদি না ভেবেই সঠিক নামাজের কথা বলতে পারেন,তাহলে আপনার নিয়ত সম্পূর্ণ ঠিক।  এটিকে ফুকাহায়ে কেরামগন নিয়ত আছে কিনা,তার পরিচায়ক হিসেবে ধরেছেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...