আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ্।
১) মা বাবা যদি সবসময় চায় দুনিয়াবি পড়ালেখা করি,তাহলে আমি যদি মোবাইলে ইসলামিক আলোচনা শুনি,ইসলামিক কন্টেন্ট পড়ি,কোনো কোনো সময় বন্ধুদের সাথে চ্যাট করি এবং বইয়ের নিচে ইসলামিক বই পড়ি,আর মা বাবা যদি ধারণা করে স্কুলের পড়ালেখাই করছে,এক্ষেত্রে কি প্রতারণার গুনাহ হবে বা আমানতের খিয়ানত করা হবে?
২)ফিতনার আশঙ্কা না থাকলে নাকি মুখ খোলা রাখা যায়,আবার আরেকটা আছে দাজ্জালের ফিতনা,এরকম আরো বিভিন্ন জায়গায় ফিতনা সম্পর্কে বলা হয়।তো ফিতনা বলতে আসলে কি বোঝায়।পর্দার ক্ষেত্রে ফিতনা কাকে বলে?
৩) বোরকা, নিকাব, হাত মোজা পরে বা হাত মোজা ছাড়া হাতে ঘড়ি পরা যাবে কি?
৪)মেয়েদের ফেসবুক চালানো বিষয়ে বিধিনিষেধ ও পরামর্শ চাচ্ছি..
(ক)মেয়েরা কি নন মাহরামদের সাথে ফ্রেন্ড লিস্টে না থেকে ফেসবুক চালাতে পারবে কি?
(খ)ফ্রেন্ডলিস্টে কি এমন বান্ধবীদের রাখা যাবে যারা শরীয়াহ অনুসারে চলে না,পর্দা ছাড়া ছবি,হারাম মিউজিক আপলোড করে,নন মাহরাম মেইনটেইন করে না?যদি আমার জন্য হারাম এমন কিছু না দেখি। হিন্দু বান্ধবী রাখা যাবে?
(গ)এড ফ্রেন্ড অপশন রাখা উচিত নাকি ফলো?ফলো রাখলে যদি নন মাহরাম ফলো করে,তাহলে কি গুনাহ হবে?বি:দ্র: নিজের কোনো ছবি বা হারাম কিছু না দিলে..
(ঘ) আইডি কি লক করেই রাখতে হবে?
(ঙ)দ্বীনি বিষয়ে পোস্ট করা যাবে..অনেক ইসলামিক গ্রুপ বিভিন্ন ইসলামিক টপিক,কোনো একটি বই নিয়ে রিভিউ লেখার, বইয়ের ছবি তোলার প্রতিযোগিতা করে থাকে,এগুলোতে অংশগ্রহণ করা যাবে?লেখাগুলো পাবলিক শেয়ার করলে, যদিও বা দ্বীনি টপিক হয়,কোনো নন মাহরাম পুরুষ আকৃষ্ট হলে কি পাপ হবে?
৫)ফরজ গোসলের সময় কানের বা নাকের রিং ঘুরিয়ে ঘুরিয়ে সেটার ভিতরে কি পানি পোঁছে দিতে হবে? যদি গোসলের সময় ভুলে যাই, তাহলে পরে মনে পরলে কি করতে হবে?
৬) ফরজ গোসলের সময় শরীরের কোনো স্থানের পানির ছিটা মগে বা বালতিতে গেলে কি পুরা বালতির পানিই নাপাক হয়ে যাবে যদিও ওই অঙ্গে নাপাকি না লেগে থাকে?
৭)মনি,মযি,ওদী,বীর্য(মহিলাদের ক্ষেত্রে) কোনটা কি,কিভাবে চিনবো?
কোনটার জন্য ওযু ভাঙে আর কোনটার জন্য গোসল ফরজ হয়?
৮) অনলাইনে বই বা অন্য কিছু অর্ডার করার সময় ওই পেজের বা ওয়েবসাইটের সাথে চ্যাটে বা ফোনে কথা বলা যাবে কি? যদি উনি পুরুষ হন..
৯)মহিলাদের তো পুরুষদের সাদৃশ্য করা যাবে না,তাহলে মেয়েরা কি কেডস পরতে পারবে নিচের এগুলোর মতো :
https://photos.app.goo.gl/LC83Vuxhnj9woEfk7
https://photos.app.goo.gl/7F4MfXJj7mdumWp37
১০)নামাজে গলায় কিছু আটকে আটকে ছিলো কপ বা থুথুর মতো।অনিচ্ছাকৃতই টান দিতে গিয়ে একটু শব্দ হলে কি নামাজ হবে?
১১)ফেসবুক বা মেসেন্ঞ্জারে রেড বা অন্য কালার লাভ রিশেক্ট দেয়া যাবে কি?এটা কি অন্য সংস্কৃতির অংশ?
১২)নামাজের শুরুর দিকে স্পেসিফিক কোন /কয় রাকাত যেমন ফরজের ৪ রাকাত পড়ছি,এভাবে মনে মনে স্মরণ করি না,আল্লাহ আকবার বলার সময় বা একটু পর স্মরণ হয় ৪ রাকাত, কিন্তু আমি তো জানিই এটা যে আসরের ৪ রাকাত ফরজ নামাজ পড়বো,এভাবে করলে কি নিয়ত হয়েছে?
আশা করি উত্তর দিবেন, জাযাকাল্লাহ খইরন
★আমি লাস্ট টাইম যে কোশ্চেনগুলো করেছি সেগুলোর আন্সার দেয়া হয় নি।আশা করি সেটার উত্তরগুলোও দ্রুত পেয়ে যাব,ইন শা আল্লাহ।