আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
130 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (3 points)
২জন সাবালগ ছেলে মেয়ের ১৫ বছর আগে মা বাবার অজান্তে বিয়ে হয়েছিল, কিন্তু কোন দেনমোহর ছিল না। কোন কাজীর কাছে রেজিস্ট্রি ও করা হয় নাই। ৬/৭ জন মানুষ সাক্ষী সামনে রেখে শুধু আল্লহর কালাম পরে "কবুল" বলে বিয়ে হয়।

কয়েক বছর পর জানা যায় যে দেনমোহর ছাড়া বিয়ে হয়না।

 বিয়ে টা কি সহিহ হয়েছিল?

তারপর ২ বছর স্বামী স্ত্রীর যোগাযোগ ছিল না। এরপর স্বামী যোগাযোগ করার অনেক চেষ্টা করে কিছুদিন পরপর। কিন্তু স্ত্রীর বাবা মা এই সম্পর্ক চায় না বলে স্ত্রী তার স্বামীর সাথে যায়নি, কিন্তু ফোনে কথা হয়েছে।

বিয়ের কোন লিখিত দলিল ছিল না। আর বিয়ে টা সহিহ না ভেবে তাদের তালাক ও হয় নি।

তার ৫/৬ বছর পর সেই মেয়ের অন্য ছেলের সাথে বিয়ে হয় পারিবারিক ভাবে। এখন মেয়ের এই ২য় বিয়ে কি বৈধ হয়েছে?

মেয়ের এই ২য় বিয়ে বৈধ না হলে করনীয় কি?

1 Answer

0 votes
by (574,260 points)
জবাব
বিসমিল্লাহির রহমানির রহিম


শরীয়তের বিধান অনুযায়ী বিবাহের ক্ষেত্রে মোহরানা আবশ্যক। 

মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ 

وَ اُحِلَّ لَکُمۡ مَّا وَرَآءَ ذٰلِکُمۡ اَنۡ تَبۡتَغُوۡا بِاَمۡوَالِکُمۡ مُّحۡصِنِیۡنَ غَیۡرَ مُسٰفِحِیۡنَ ؕ فَمَا اسۡتَمۡتَعۡتُمۡ بِہٖ مِنۡہُنَّ فَاٰتُوۡہُنَّ اُجُوۡرَہُنَّ فَرِیۡضَۃً ؕ وَ لَا جُنَاحَ عَلَیۡکُمۡ فِیۡمَا تَرٰضَیۡتُمۡ بِہٖ مِنۡۢ بَعۡدِ الۡفَرِیۡضَۃِ ؕ اِنَّ اللّٰہَ کَانَ عَلِیۡمًا حَکِیۡمًا ﴿۲۴﴾ 

উল্লেখিত নারীগণ ছাড়া অন্য নারীকে অর্থব্যয়ে বিয়ে করতে চাওয়া তোমাদের জন্য বৈধ করা হল, অবৈধ যৌন সম্পর্কের জন্য নয়। তাদের মধ্যে যাদেরকে তোমর সম্ভোগ করেছ তাদের নির্ধারিত মাহর অর্পণ করবে। মাহর নির্ধারণের পর কোন বিষয়ে পস্পর রাযী হলে তাতে তোমাদের কোন দোষ নেই। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।
(সুরা নিসা ২৪


হাদীস শরীফে এসেছেঃ 

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ عِيسَى، وَعَبْدُ اللَّهِ بْنُ نَافِعٍ الصَّائِغُ، قَالاَ أَخْبَرَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ أَبِي حَازِمِ بْنِ دِينَارٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم جَاءَتْهُ امْرَأَةٌ فَقَالَتْ إِنِّي وَهَبْتُ نَفْسِي لَكَ . فَقَامَتْ طَوِيلاً فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ فَزَوِّجْنِيهَا إِنْ لَمْ تَكُنْ لَكَ بِهَا حَاجَةٌ . فَقَالَ " هَلْ عِنْدَكَ مِنْ شَيْءٍ تُصْدِقُهَا " . فَقَالَ مَا عِنْدِي إِلاَّ إِزَارِي هَذَا . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِزَارَكَ إِنْ أَعْطَيْتَهَا جَلَسْتَ وَلاَ إِزَارَ لَكَ فَالْتَمِسْ شَيْئًا " قَالَ مَا أَجِدُ . قَالَ " فَالْتَمِسْ وَلَوْ خَاتَمًا مِنْ حَدِيدٍ "

সাহল ইবনু সা'দ (রাঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে একজন স্ত্রীলোক বলল, আমি আপনার জন্য নিজেকে দান (হেবা) করলাম। (একথা বলে) সে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল! আপনার যদি তাকে প্রয়োজন না হয় তবে আমার সাথে তার বিয়ে দিন। তিনি বললেনঃ তার মোহর আদায়ের মত তোমার নিকট কিছু আছে কি? সে বলল, আমার এ কাপড়টি ব্যতীত আমার নিকট আর কিছুই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তাকে যদি তোমার কাপড়টি দাও তবে তোমাকে তো (ঘরে) বসে থাকতে হবে এবং তোমার কাপড় বলতে আর কিছু থাকবে না। অন্য কিছু খুঁজে নিয়ে আস।

(কিছুক্ষণ পর ফিরে এসে) সে বলল, কিছুই খুঁজে পাইনি। তিনি বললেনঃ একটি লোহার আংটি হলেও খুঁজেই আন।
(তিরমিজি ১১১৪)

★বিবাহের ক্ষেত্রে মোহরানা আবশ্যক, তবে কেহ যদি বিবাহ পড়ানোর সময় মোহরানার কথা উল্লেখ না করে,সেক্ষেত্রে মোহরানা হবে মোহরে মিছিল। 
এক্ষেত্রে মোহরানা উল্লেখ না করলেও বিবাহ শুদ্ধ হয়ে যাবে।
কেননা বিবাহ শুদ্ধ হওয়ার যে সমস্ত শর্তাবলী রয়েছে,তার মধ্যে মোহরানা উল্লেখ থাকতেই হবে,এমনটি নেই।

বিবাহ ছহীহ হওয়ার শর্ত সমূহ জানুনঃ

★প্রশ্নে উল্লেখিত ১ম বিবাহ ছহীহ।
,
সুতরাং এক্ষেত্রে সেই মহিলার অন্যত্রে বিবাহ বসা জায়েজ হয়নি।
২য় বিবাহ যেনার সংসার হচ্ছে।

এক্ষেত্রে ১ম স্বামী যদি সমাধানের লক্ষ্যে তাকে তালাক দেয়,তাহলে সেই তালাকের পর ইদ্দত অতিক্রম করার পর সে মহিলা ২য় স্বামীর সাথে নতুন করে বিবাহ পড়িয়ে নিবে।  


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...