বিসমিহি তা'আলা
জবাবঃ-
একজন মানুষ হজ্ব করতে যেয়ে প্রয়োজনীয় যত রকম খরছ রয়েছে,এর সবকিছুই বদলী হজ্বে প্রেরণকারী ব্যক্তিকে অবশ্যই বহন করতে হবে।
যেমন, ভিসা প্রসেসিং,ভাড়া ও খাওয়া -দাওয়া বাবৎ খরছ, এবং প্রয়োজনীয় হাতখরছ।সাথে সাথে বদলী হজ্বে প্রেরিত ব্যক্তির পরিবারের ভরণপোষণের দায়িত্বও আঞ্জাম দিতে হবে।
এগুলা হল নীতি এবং নৈতিকতার বিধান।
হ্যা কোনো ব্যক্তি যদি ফ্রিতে কারো বদলী হজ্ব করে দেয় তাহলে তো সেটা ভিন্ন কথা।এক্ষেত্রে বদলী হজ্ব আদায় হবে।
নীতিগত কথা হল,কাউকে কোনো কাজে প্রেরণ করলে, ঐ ব্যক্তির সকল প্রকার সু্বিধা এবং অসুবিধাকে আন্তরিকতার সাথে দেখতে হবে।
বদলী হজ্বে ঐ ব্যক্তিকেই প্রেরণ করা উচিৎ এবং উত্তম যে কি না তার নিজ হজ্ব সম্পাদন করে ফেলেছে।
আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, IOM.
পরিচালক
ইসলামিক রিচার্স কাউন্সিল বাংলাদেশ