উত্তর
بسم الله الرحمن الرحيم
শরীয়তের বিধান হলো কাহারো অনুমতি ব্যাতিত কল রেকর্ড করা জায়েজ নয়।
তাই সর্বক্ষেত্রে মোবাইলে কল রেকর্ডার ব্যবহারের অনুমতি দেওয়া যায়না।
দারুল উলুম দেওবন্দ থেকে সম্প্রতি কল রেকর্ড করা এবং তা প্রচার বা প্রকাশ করার ব্যাপারে গুরুত্বপূর্ণ ফতোয়া প্রদান করা হয়েছে এবং সে ফতোয়ায় স্পষ্টভাবে জানানো হয়েছে যে, অনুমতি ছাড়া কারো কথোপকথনের অডিও রেকর্ড করা বা কারো পারস্পারিক কথাবার্তা অথবা কলকে রেকর্ড করা সম্পূর্ণরূপে নাজায়েজ। ইসলামের দৃষ্টিতে এই কাজটি বৈধ নয়। সম্পূর্ণ হারাম বা নিষিদ্ধ।
,
দারুল উলুম দেওবন্দ থেকে প্রকাশিত ১৪৮৩৭০ নং ফতোয়াতে বলা হয়েছে, ‘পরস্পরের মাঝে মোবাইলের মাধ্যমে যেসব কথাবর্তা হয় তা আমানত স্বরুপ। এজন্য অনুমিত ছাড়া ইনকামিং বা আউটগোয়িং কোনো কল রেকর্ড করা যাবে না। সুতরাং অনুমতি ছাড়া কারো কল রেকর্ড করা এবং তা প্রকাশ করা গোনাহের কাজ।
বিশেষত কোনো গোপন কথা- যা একে অপরের মাঝে গোপন রাখার শর্ত আরোপ করা হয় এবং শ্রবণকারীকে আমানতদ্বার ভেবে কথা বলা হয়- এমন কথাবার্তা তো রেকর্ড করা ও প্রকাশ করার প্রশ্নই আসে না। সুতরাং অনুমতি ছাড়া কারো কল রেকর্ড করা এবং তা ভিন্ন খাতে বা নিজস্ব স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার করা নাজায়েজ। এহেন কাজ থেকে মুসলিম হিসেবে বিরত থাকা একান্ত আবশ্যক।
,
(তবে দেশ ও ইসলামের স্বার্থে প্রয়োজনে নেতৃত্বস্থানীয়রা সতর্কতামূলক কল রেকর্ডার ব্যবহার করতে পারবে। )