আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ
হুজুর,
আশা করি ভাল আছেন। প্রশ্নগুলোর উত্তর দিলে ভাল হয়।
১) নামাজে আল্লাহর ভয় অথবা মহব্বতে উচ্চস্বরে কান্না করলে সমস্যা আছে কিনা ? , যদিও বিপদের বেদনা সংক্রান্ত কান্না করা নামাজ ভঙ্গের কারণ।
২) কেউ মুসল্লিদের কাছে ব্যবসায়িক পণ্য বিক্রির সুবিধার্থে যদি ইচ্ছে করে সবার পিছনের কাতারে দাড়িয়ে নামাজ পড়ে যদিও আগের কাতার সম্পূর্ণ ফাকা কিংবা আংশিক ফাকা থাকে তাহলে সমস্যা আছে কিনা? এরুপ করার কারণ ফরজ পড়ার পরেই যাতে বের হওয়াতে মুসল্লিদের নামাজে কষ্ট না হয়।
৩) ভুলে ফি ছাবিলিল্লাহ বলে কোনো কিছু মানুষের খেদমতে রাখলে সেটি আল্লাহর রাস্তায় দান হয়ে গিয়েছে কিনা ?
৪) কেউ কোনো ফাসিক লোকের সাথে মুসাফাহা কিংবা মুয়ানাকা করাতে ব্যক্তির তাকওয়ায় এর বিন্দুমাত্র হলেও প্রভাব আছে কিনা, যদি নেগেটিভ প্রভাব থাকে তাহলে ফাসিক লোকদের সাথে মুসাফাহা- মুয়ানাকা না করলে সমস্যা আছে কিনা
৫) কোনো ফাসিক এবং বেপর্দা মহিলার রান্না করা খাবার নিয়ে খাওয়া(দৃষ্টির হেফাজত ও হয় না) , আর নিজে রান্না করার সুবিধার্থে কোনো ব্রাক ইউনিভার্সিটিতে কর্মরত ব্যক্তির ফ্রিজে খাবারের পণ্য রাখা, এই দুই অবস্থার মধ্যে কোনটি অধিকতর উত্তম এবং তাকওয়াপুর্ণ?
৬) নাবী (সঃ) এর বিছানা সম্পর্কে জানার পর মহাব্বতে কেউ নিজের বিছানায় ইচ্ছে করে লেপ জাতীয় নরম কিছু ব্যবহার না করলে সমস্যা আছে কিনা যদিও শক্ত বিছানায় একটু কষ্ট হোক না কেন,
৭) কেউ কোনো সময় আমলের ঘাটতির কারণে রাগের সময় পিতামাতার সাথে যেসব নাফরমানি করেছে সেগুলো থেকে তাওবা করে পরবর্তীতে পিতামাতার সাথে এরুপ না করলেও কি পূর্বের জুলুমের কারণে ভবিষ্যতে নিজে মা বাবা হলে এরুপ আচরণ নিজের সন্তানের থেকেও পাওয়ার সম্ভাবনা থাকে কিনা, আল্লাহ হেফাজত করবেন কিনা,....যেহেতু জুলুমের শাস্তি কিছূটা দুনিয়াতেই দেয়া হয় অনেক সময়...
৮) কেউ যদি নিজে কাউকে নিজের জন্য রুকিয়া করতে বলে অথবা কারও দ্বারা রুকিয়া করায়, তাহলে নাকি সে আর বিনা হিসেবে জান্নাতে যাওয়ার কাতারে থাকতে পারবে না। এই বিষয়ের হাদিসটার পূর্ণাঙ্গ ব্যাখা কী ? আর কেউ কাউকে রুকিয়া করতে না বললেও অন্যজন নিজে থেকে রুকিয়া করে দিলেও কি একই বিধান প্রযোজ্য হবে???
৯) তাসাউফ সম্পর্কিত মোট কী পরিমাণ তরিকা আছে, উল্লেখ্যযোগ্য ৪ টি তরিকা যেমন- সিলসিলায়ে চিশতিয়া,কাদেরিয়া, নকশবন্দিয়া ও সোহরাওর্দিয়া এর সম্পর্কে ধারণা, উৎপত্তি ইত্যাদি জানালে ভাল হয়।
জাজাকাল্লাহু খইরন