আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
234 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (28 points)
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ

হুজুর,
আশা করি ভাল আছেন। প্রশ্নগুলোর উত্তর দিলে ভাল হয়।
১) নামাজে আল্লাহর ভয় অথবা মহব্বতে উচ্চস্বরে কান্না করলে সমস্যা আছে কিনা ? , যদিও বিপদের বেদনা সংক্রান্ত কান্না করা নামাজ ভঙ্গের কারণ।

২) কেউ মুসল্লিদের কাছে ব্যবসায়িক পণ্য বিক্রির সুবিধার্থে যদি ইচ্ছে করে সবার পিছনের কাতারে দাড়িয়ে নামাজ পড়ে যদিও আগের কাতার সম্পূর্ণ ফাকা কিংবা আংশিক ফাকা থাকে তাহলে সমস্যা আছে কিনা? এরুপ করার কারণ ফরজ পড়ার পরেই যাতে বের হওয়াতে মুসল্লিদের নামাজে কষ্ট না হয়।

৩) ভুলে ফি ছাবিলিল্লাহ বলে কোনো কিছু মানুষের খেদমতে রাখলে সেটি আল্লাহর রাস্তায় দান হয়ে গিয়েছে কিনা ?
৪) কেউ কোনো ফাসিক লোকের সাথে মুসাফাহা কিংবা মুয়ানাকা করাতে ব্যক্তির তাকওয়ায় এর বিন্দুমাত্র হলেও প্রভাব আছে কিনা, যদি নেগেটিভ প্রভাব থাকে তাহলে ফাসিক লোকদের সাথে মুসাফাহা- মুয়ানাকা না করলে সমস্যা আছে কিনা

৫) কোনো ফাসিক এবং বেপর্দা মহিলার রান্না করা খাবার নিয়ে খাওয়া(দৃষ্টির হেফাজত ও হয় না) , আর নিজে রান্না করার সুবিধার্থে কোনো ব্রাক ইউনিভার্সিটিতে কর্মরত ব্যক্তির ফ্রিজে খাবারের পণ্য রাখা, এই দুই অবস্থার মধ্যে কোনটি অধিকতর উত্তম এবং তাকওয়াপুর্ণ?

৬) নাবী (সঃ) এর বিছানা সম্পর্কে জানার পর মহাব্বতে কেউ নিজের  বিছানায় ইচ্ছে করে লেপ জাতীয় নরম কিছু ব্যবহার না করলে সমস্যা আছে কিনা যদিও শক্ত বিছানায় একটু কষ্ট হোক না কেন,

৭) কেউ কোনো সময় আমলের ঘাটতির কারণে রাগের সময় পিতামাতার সাথে যেসব নাফরমানি করেছে সেগুলো থেকে তাওবা করে পরবর্তীতে পিতামাতার সাথে এরুপ না করলেও কি পূর্বের জুলুমের কারণে ভবিষ্যতে নিজে মা বাবা হলে এরুপ আচরণ নিজের সন্তানের থেকেও পাওয়ার সম্ভাবনা থাকে কিনা,  আল্লাহ হেফাজত করবেন কিনা,....যেহেতু জুলুমের শাস্তি কিছূটা দুনিয়াতেই দেয়া হয় অনেক সময়...

৮) কেউ যদি নিজে কাউকে নিজের জন্য রুকিয়া করতে বলে অথবা কারও দ্বারা রুকিয়া করায়, তাহলে নাকি সে আর বিনা হিসেবে জান্নাতে যাওয়ার কাতারে থাকতে পারবে না। এই বিষয়ের হাদিসটার পূর্ণাঙ্গ ব্যাখা কী ?  আর কেউ কাউকে রুকিয়া করতে না বললেও অন্যজন নিজে থেকে রুকিয়া করে দিলেও কি একই বিধান প্রযোজ্য হবে???

৯)  তাসাউফ সম্পর্কিত মোট কী পরিমাণ তরিকা আছে, উল্লেখ্যযোগ্য ৪ টি তরিকা যেমন- সিলসিলায়ে চিশতিয়া,কাদেরিয়া, নকশবন্দিয়া ও সোহরাওর্দিয়া এর সম্পর্কে ধারণা, উৎপত্তি ইত্যাদি জানালে ভাল হয়।

জাজাকাল্লাহু খইরন
by (28 points)
আসসালামু আলাইকুম।

হুজুর আমার প্রশ্নগুলোর উত্তর দিলে ভাল হয়।


জাজাকাল্লাহ

1 Answer

0 votes
by (597,330 points)
edited by

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-

(১)
নামাযে কান্না করার বিধান সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/431

(২)
বিনা কারণে সামনের কাতারে জায়গা ফাকা রেখে পিছনের কাতারে দাড়িয়ে নামায পড়া মাকরুহ।তবে যেহেতু উনি ব্যবসায়ী,তাই উনার উচিৎ পিছনের কাতারে দাড়ানো এভাবে যে, যাতেকরে সামনের সফ পূর্ণ থাকে।

(৩)
জ্বী, সেটা আল্লাহর রাস্তার দান হিসেবে বিবেচিত হবে।

(৪)
আল-মাওসুআতুল ফেকহিয়্যাহ কিতাবে সালাম সম্পর্কে বর্ণিত রয়েছে,
ইমাম নববী রাহ আল-আযকার কিতাবে লিখেন,
وَذَكَرَ فِي الأَْذْكَارِ أَنَّ الْمُبْتَدِعَ وَمَنِ اقْتَرَفَ ذَنْبًا عَظِيمًا وَلَمْ يَتُبْ مِنْهُ يَنْبَغِي أَنْ لاَ يُسَلَّمَ عَلَيْهِمْ وَلاَ يُرَدَّ عَلَيْهِمُ السَّلاَمُ.
বিদাতি এবং বড় গোনাহকে স্বীকারকারী যে আবার তাওবাহও করেনি,এমন ব্যক্তিদ্বয়কে সালাম না করাই উচিৎ।এবং তাদের সালামের জবাব না দেয়াই উচিৎ।(২৫/২৬৭)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/5177

(৫)
ব্রাক ইউনিভার্সিটিতে কর্মরত ব্যক্তির ফ্রিজে খাবারের পণ্য রাখাই আপাতত তাকওয়ার নিকটবর্তী মনে হচ্ছে।

(৬)
না, সমস্যা নেই।নবীর অনুসরণে কেউ যদি শক্ত বিছানায় ঘুমায়,তাহলে সে অবশ্যই সওয়াব প্রাপ্ত হবে।

(৭)
তাওবাহ করে নিলে এবং পিতামাতাকে খুশী করে নিলে, তার সন্তানাদি তার সাথে আর এরকম আচরণ করবে না।

(৮)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/9426

(৯)
এ চার ত্বরাকাই হক।এ সম্পর্কে জানতে ইউকিপিডিয়া দেখে নিতে পারেন।জাযাকাল্লাহ।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (597,330 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...