ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
শুধু অন্তরে উদিত ওয়াসওয়াসা (পাপের ভাব ও চেতনা) আল্লাহ মাফ করে দিয়েছেন।
★ হাদীস শরীফে এসেছে-
عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِنَّ اللَّهَ تَجَاوَزَ لِي عَنْ أُمَّتِي مَا وَسْوَسَتْ بِهِ صُدُورُهَا، مَا لَمْ تَعْمَلْ أَوْ تَكَلَّمْ ".
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, (আমার বরকতে) আল্লাহ আমার উম্মতের অন্তরে উদিত ওয়াসওয়াসা (পাপের ভাব ও চেতনা) মাফ করে দিয়েছেন
★ হাদীসে শরীফে এসেছে-
عَنْ أَبِي ذَرٍّ الْغِفَارِيِّ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِنَّ اللهَ تَجَاوَزَ عَنْ أُمَّتِي الْخَطَأَ وَالنِّسْيَانَ وَمَا اسْتُكْرِهُوا عَلَيْهِ
আবূ যার আল-গিফারী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আল্লাহ আমার উম্মাতের ভুল , বিস্মৃতি ও বলপূর্বক যা করিয়ে নেয়া হয় তা ক্ষমা করে দিয়েছেন। [সুনানে ইবনে মাজাহ, ২০৪৩]
★ সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
১, মনে মনে তালাক দিলে কোনো তালাক হয় না৷
২, হ্যাঁ, বিয়ের আগে তালাককে এভাবে শর্ত যুক্ত করা সহীহ আছে৷ সুতরাং যদি বিয়ের পরে স্ত্রী সেই কাজ করে তাহলে স্ত্রী তালাক হয়ে যাবে৷
উল্লেখ্য যে, এ জাতীয় কথা থেকে অবশ্যই বিরত থাকা দরকার৷ বিয়ের আগে তালাককে এভাবে শর্ত যুক্ত করা এক জন মুমিনের শান নয়৷ আল্লাহ তায়ালা সকলকে হেফাজত করুন৷
৩, বিয়ের আগে স্বামী তালাককে কোনো কাজ বা কারোর সাথে শর্ত যুক্ত করলে, বিয়ের পরে স্ত্রী ঐ কাজ করলে তালাক হয়ে যায়৷
৪, না, মনে মনে, ঘুমের মধ্যে, স্বপ্নে দেখলে বা বললে তালাক হয় না৷ কারণ, এ সময় মানুষের কোনো হুশ থাকে না৷