জবাব
বিসমিল্লাহির রহমানির রহিম
প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
এখানে দেখার বিষয় হলো ঐ টাকা কে দিচ্ছে?
হালাল টাকা দেওয়া হলে তাহা ধনী গরিব সকলেই গ্রহন করতে পারবে।
,
কোনো ব্যাংকের মাধ্যমে দেওয়া হলে তো তাহা স্পষ্ট সূদেরই টাকা।
যাহা শুধু গরিব গ্রহন করতে পারবে।
ধনী কেহ তাহা গ্রহন করতে পারবেনা।
আপনি গরিব (যাকাত প্রাপ্তির উপযুক্ত) না হয়ে থাকেন,তথা আপনার উপর যদি যাকাত ফরজ হয়ে থাকে,নেসাব পরিমান সম্পদ (সাড়ে ৫২ ভড়ি রুপার সমপরিমাণ টাকা) যদি আপনার মালিকানায় থাকে,তাহলে সেই টাকা গ্রহন জায়েজ হবেনা।
,
★★আর যদি আপনি যাকাত প্রাপ্তির উপযুক্ত হয়ে থাকেন,তথা আপনার উপর যদি যাকাত ফরজ না হয়ে থাকে,নেসাব পরিমান সম্পদ যদি আপনার মালিকানায় না থাকে,তাহলে নির্দিধায় আপনি উক্ত স্কলারশিপ এর টাকা নিতে পারবেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলেন,
إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاء وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللّهِ وَابْنِ السَّبِيلِ فَرِيضَةً مِّنَ اللّهِ وَاللّهُ عَلِيمٌ حَكِيمٌ
যাকাত হল কেবল (১)ফকির, (২)মিসকীন, (৩)যাকাত উসূলকারী ও (৪)যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন তাদের হক (৫)এবং তা দাস-মুক্তির জন্যে ও (৬)ঋণগ্রস্তদের জন্য, (৭)আল্লাহর পথে জেহাদকারীদের জন্যে এবং(৮) মুসাফিরদের জন্যে, এই হল আল্লাহর নির্ধারিত বিধান। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।(সূরা আত-তাওবাহ-৬০)
বিস্তারিত জানুনঃ