বিসমিহি তা'আলা
জবাবঃ-
১/জ্বী দিতে পারবে।
২/মৃতব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে।
এর সওয়াব মৃতব্যক্তির নিকট গিয়ে পৌছবে।
আর যদি মৃতব্যক্তি কুরবানি করার ওসিয়ত করে যায়,তাহলে তার সম্পদের এক তৃতীয়াংশের মধ্য থেকে কুরবানি করা ওয়ারিছদের জন্য ওয়াজিব।
ফাতাওয়ায়ে মাহমুদিয়্যা-১৭/৪২৫
৩/ পরিবারের পক্ষ থেকে কুরবানি দেয়ার কোনো নিয়ম নেই।বরং ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেয়া ওয়াজিব যখন ব্যক্তির এমন পরিমাণ সম্পদ থাকবে যার ধরুণ তার উপর কুরবানি ওয়াজিব হবে।যার উপর কুরবানি ওয়াজিব হয়নি সে কুরবানি দিলে সওয়াব পাবে আর না দিলে তার কোনো গুনাহ হবে না।
ফাতাওয়ায়ে মাহমুদিয়্যা-১৭/৩১২
আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, IOM.
পরিচালক
ইসলামিক রিচার্স কাউন্সিল বাংলাদেশ