বিসমিল্লাহির রাহমানির
রাহিম।
জবাবঃ
১. সূরা ফাতিহার দুটি আয়াতও
উক্ত দুআ হিসেবে পড়তে পারি।
اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ. صِرَاطَ الَّذِينَ
أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
আমাদেরকে সরল পথ দেখাও,সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ
নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং
যারা পথভ্রষ্ট হয়েছে। (সূরা ফাতিহা, আয়াত ৬-৭ )
২. এই আয়াতটিও পড়তে পারি।
وَاهْدِنَا إِلَىٰ سَوَاءِ الصِّرَاطِ
আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন। (সূরা
ছোয়াদ, আয়াত ২২)
৩. এই আয়াতটিও পড়তে পারি।
فَمِنَ النَّاسِ مَن يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا
وَمَا لَهُ فِي الْآخِرَةِ مِنْ خَلَاقٍ
তারপর অনেকে তো বলে যে পরওয়াদেগার!
আমাদিগকে দুনিয়াতে দান কর। অথচ তার জন্যে পরকালে কোন অংশ নেই। (সূরা বাকারা, আয়াত ২০০)
৪. এই আয়াতটিও পড়তে পারি।
رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ
لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً ۚ إِنَّكَ أَنتَ الْوَهَّابُ
হে আমাদের পালনকর্তা! সরল পথ প্রদর্শনের
পর তুমি আমাদের অন্তরকে সত্যলংঘনে প্রবৃত্ত করোনা এবং তোমার নিকট থেকে আমাদিগকে
অনুগ্রহ দান কর। তুমিই সব কিছুর দাতা। (সূরা আলে ইমরান, আয়াত ৮)