বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ
এক বৃষ্টিঝরা দিনে তিনি মুয়াযযিনকে বললেনঃ আজকের আযানে যখন তুমি "আশহাদু আন্না মুহাম্মাদার রসূলুল্লা-হ বলে শেষ করবে তার পরে কিন্তু হাইয়্যাআলাস সলা-হ বলবে না। বরং বলবে, সল্লু ফী বুয়ূতিকুম অর্থাৎ- তোমরা তোমাদের বাড়ীতেই সলাত আদায় করে নাও।
হাদীসের বর্ণনা কারী (আবদুল্লাহ ইবনু হারিস) বলেছেনঃ এরূপ করা লোকজন পছন্দ করল না। তা দেখে আবদুল্লাহ ইবনু ;আব্বাস বললেনঃ তোমরা এ কাজকে আজগুবি মনে করছ? অথচ যিনি আমার চেয়ে উত্তম তিনি এরূপ করেছেন। (সহিহ মুসলিম, হাদিস: ১৪৮৯)
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
উনার জন্য ঘরে নামায পড়ার রুখসত ছিল।কিন্তু অনেক জায়গায় ইমাম এবং মুওয়াজ্জিন একজনই থাকেন।হয়তো তিনিই ইমাম এবং তিনিই মুওয়াজ্জিন।তাই উনি আজান দিতে গিয়েছিলেন।বা তিনি আজিমতের উপর আ'মল করতে গিয়ে সাতরিয়ে গিয়েছিলেন।