আসসালামু আলাইকুম। প্রোডাক্ট এনালাইসিসের জন্য যেসব টুলস ব্যবহার করা হয় যার মাধ্যমে ইউজারের ডাটা ইউজ করে ভিজুয়ালাইজেশন করা হয় বেটার সার্ভিস প্রোভাইড করার জন্য সে সম্পর্কে শরীয়ার দৃষ্টিভঙ্গি জানতে চাই।
উদাহরণস্বরূপ ফায়ারবেজ এনালিটিক্স, গুগল এনালিটিক্স, Mixpanel এই সার্ভিসগুলোর ব্যবহার। এগুলোর ব্যবহার কি সুরা হুজুরাত এর ১২ নং আয়াতের নির্দেশনা এর মধ্যে পড়ে?
যদি টার্মস এন্ড কন্ডিশনে উল্লেখ করা থাকে যে ইউজারের ডাটা কোম্পানি ইন্টার্নালি এনালাইজ করে ইউজারকে বেটার সার্ভিস প্রোভাইড করার জন্য কিন্ত বাইরে কারো সাথে শেয়ার করেনা সেক্ষেত্রে শরীয়া এসব টুলস এর ব্যবহার সম্পর্কে কি বলে?
সাধারণ ভাষায় বললে এ বিষয়টা অনেকটা এরকম আমার দোকানে কোন কাস্টমার কখন কি কিনে তা আমি খেয়াল রাখলাম। পরবর্তীতে আমার দোকানে সে আসলে তার পছন্দ অনুযায়ী সেই জিনিস তাকে কিনার জন্য উদ্বুদ্ধ করলাম। এতে আমার ব্যবসারও প্রসার হল কাস্টমারও তার পছন্দনীয় জিনিস আরও বেশি করে নিতে পারল।