আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
268 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (36 points)
reshown by
আসসালামু আলাইকুম। আমার একজন দ্বীনি বোন বিপদে পড়েছে। তাকে পড়াশোনার জন্যে নিজের বাসা থেকে দূরে রাজধানীতে থাকতে হয়। সেখানে সে শুরুতেই ভার্সিটির হোস্টেল না পাওয়ায় তাকে বাধ্য হয়ে তার আপন খালার বাসায় থাকা লাগে এবং সে সেখান থেকেই ভার্সিটিতে যাতায়াত করে এবং হোস্টেলে উঠার চেষ্টায় আছে। কিন্তু সমস্যা হলো যার বাসায় থাকে সেই খালু ব্যাংক এ চাকরি করেন। এখন সে কি করতে পারে তাই নিয়ে প্রচুর চিন্তায় আছে। খালাকে ব্যাপারটা জানালে সম্পর্ক নষ্ট হউয়ার ভয় আছে। আবার পরিবারের চাপে বলতেও পারছেনা। তাকে বিয়ে দেওয়ার কোনো চিন্তা তার বাবা মায়ের এখন পর্যন্ত নেই। আর যেহেতু এখন সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিচ্ছে এত তাড়াতাড়ি বিয়ে করাও তার পক্ষে সম্ভব হচ্ছে না। সে জানে মেয়েদের জন্যে উচ্চশিক্ষা জরুরি না ইসলাম অনুযায়ী তবুও এখনই সে ছেড়ে দেউয়ার কথা বাবা মা কে বলতেও পারবেনা।  এইসব নিয়ে সে প্রচন্ড মানসিক চাপের মধ্যে আছে। এখন সে কি করতে পারে বা কি করা উচিত হবে?

1 Answer

0 votes
by (62,670 points)

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ

 ব্যাংকের চাকুরি হারাম হওয়ার মূল কারণ দু’টি।যথা-

১-হারাম কাজে সহায়তা করা।

২-হারাম মাল থেকে বেতন পাওয়ার সম্ভাবনা থাকা।

 

হারাম কাজের সহায়তার বিভিন্ন স্তর আছে। শরীয়তে সব প্রকার সহায়তা হারাম নয়।বরং সে সব সহায়তাই হারাম যা সরাসরি হারাম কাজের সহিত জড়িত থাকে। যেমন, সুদী লেনদেন করা। সুদী লেনদেন লিখে রাখা। সুদী টাকা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ থেকে উসুল করা, ইত্যাদি ইত্যাদি।

 

 হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাঃ এর পিতা থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-

যে সুদ খায়, যে সুদ খাওয়ায়,যে তার সাক্ষী হয়, এবং যে দলিল লিখে রাখে, তাদের সকলের উপর আল্লাহ তায়ালা অভিশাপ করেছেন।(মুসনাদে আহমাদ, হাদিস নং-৩৮০৯, মুসনাদে আবি ইয়ালা, হাদিস নং-৪৯৮১)

 

তবে যদি ব্যাংকের এমন কোনো সেক্টরের কাজ হয়,যাতে  সুদী কাজে জড়িত হতে হয় না।যেমনঃ ড্রাইভার, ঝাড়ুদার, দারোয়ান, জায়েজ কারবারে বিনিয়োগ ইত্যাদি সেক্টর হয়,তাহলে যেহেতু এসবে সরাসরি সুদের সহায়তা নেই তাই এমন সেক্টরে কাজ করার সুযোগ অবশ্যই রয়েছে।

 আল্লাহ তায়ালা বলেন-

 

فَكُلُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ حَلَالًا طَيِّبًا وَاشْكُرُوا نِعْمَتَ اللَّهِ إِن كُنتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ

 

অতএবআল্লাহ তোমাদেরকে যেসব হালাল ও পবিত্র বস্তু দিয়েছেনতা তোমরা আহার কর এবং আল্লাহর অনুগ্রহের জন্যে কৃতজ্ঞতা প্রকাশ কর যদি তোমরা তাঁরই এবাদতকারী হয়ে থাক। (সূরা নাহলআয়াত ১১৪)

 

 তিনি অন্যত্রে বলেন-

 

وَكُلُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ حَلَالًا طَيِّبًا ۚ وَاتَّقُوا اللَّهَ الَّذِي أَنتُم بِهِ مُؤْمِنُونَ

 

আল্লাহ তা’য়ালা যেসব বস্তু তোমাদেরকে দিয়েছেনতন্মধ্য থেকে হালাল ও পবিত্র বস্তু খাও এবং আল্লাহকে ভয় করযার প্রতি তোমরা বিশ্বাসী। (সূরা মায়েদাআয়াত ৮৮)

 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!

 

১. প্রশ্নোক্ত ক্ষেত্রে সে তার খালার বাসায় থাকতে পারবে। তবে যেহেতু তার খালুর উপার্জিত টাকা হারাম। তাই উক্ত বাসার কোনো খাবার খাওয়া তার জন্য জায়েজ হবে না। উল্লেখ্য যে, সে তার খালা-খালুকে ধীরে ধীরে বুঝানোর চেষ্টা করবে যে, ব্যাংকে চাকরী করে উপার্জিত টাকা হরাম।

. যদিও মেয়েদের জন্য উচ্চ শিক্ষা করা জরুরী নয়। তবে যেহেতু ইসলামে তার বৈধতা রয়েছে। তাই এখন সে উক্ত লেখা-পড়া চালিয়ে যেতে পারে। তবে পরিপূর্ণ পর্দার সাথে শিক্ষা গ্রহণ করবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...